সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৫ এর অনূর্ধ্ব ১২ ক্যাটগরিতে ব্রোঞ্জ জয় লাভ করেছে কক্সবাজারের মেয়ে মনিষা শংকর পাল।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সুগাটাডাসা ইনডোর স্টেডিয়ামে অনূষ্ঠিত হয় নবম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশীপ এবং প্রথম ইউ-১৪ সাউথ এশিয়া কারাতে কাপের আসর।
শ্রীলঙ্কা,ভারত,বাংলাদেশ, পাকিস্তান,নেপাল, মালদ্বীপসহ ৬ টি দেশের প্রায় এক হাজারের ও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে এবারের আসরে।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে মনীষার বাবা উদয়ন শংকর পাল মিঠু জানান, মনীষা শংকর পাল সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা অনূর্ধ্ব ১২ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
দীর্ঘ একমাস অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই ব্রোঞ্জ পদক।
কক্সবাজারের মনিষা সহ বাংলাদেশের বিশ জন প্রতিযোগী অংশ নেয় এবারের আসরে ।
তানভীর শিপু : 

















