জাতীয় শিশু কিশোর সংগঠন কোমলমতি খেলাঘর আসর, রামুর বার্ষিক পিকনিক সম্পন্ন হয়েছে।
শনিবার রামুর চৈইন্দা ইন্টারন্যাশনাল এমউইউজমেন্ট (বসুন্ধরা) পার্কে অনুষ্ঠিত হয় পিকনিক।
দিনব্যাপী অনুষ্ঠিত পিকনিকে শতাধিক শিশুকিশোর, সংগঠক ও অভিভাবকদের উপস্থিতি আর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসব মুখর এই আয়োজনে খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সভাপতি সুবিমল পাল পান্না, সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন, রামুর বিশিষ্ট প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাষ্টার মোহাম্মদ আলম, বাংলাদেশ বেতার কক্সবাজারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, রামু কলেজের প্রভাষক মানসী বড়ুয়া, দরিয়া খেলাঘর আসরের সভাপতি মিনা মল্লিক, হিমছড়ি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আবুল কাশেম, রামু জনস্বাস্থ্য প্রকৌশলী ক্যছাই মং চাক, সংগীত শিল্পী জোনাকি, আযম খান, শাহাজাদী রোমেনা পাপড়ি সহ অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্টান ও বার্ষিক পিকনিকের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন কোমলমতি খেলাঘর আসরে সভাপতি সনজিব শর্মা ও সাধারণ সম্পাদক রাজীব বড়ুয়া।
বার্তা পরিবেশক: 





















