দোহাজারি-কক্সবাজার রেলপথে দুর্ঘটনাপ্রবণ ও শংকাজনক এলাকাগুলোতে নিরাপত্তা বেষ্টনী স্থাপন, গেইটম্যান নিয়োগ ও অন্যান্য প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি-না জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।
সোমবার (২ সেপ্টেম্বর) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদ-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশনের বেঞ্চে এ সংক্রান্ত একটি রীটের শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে আদালত ওই রুল জারি করে বলে জানান, রীটকারীর পক্ষে শুনানিতে অংশগ্রহণ করা আইনজীবী নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী।
কক্সবাজারের রামুতে সম্প্রতি ট্রেন ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা জনস্বার্থে ওই রীট আবেদনের করা হয় হাইকোর্টে। রামুর বাসিন্দা ও আইনজীবী সাদ আল আলম চৌধুরী এ রীট আবেদন দায়ের করেন।
রীট মামলাটি দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ এবং রেলওয়ে ব্যবস্থাপনায় নিরাপত্তা জোরদার করার দাবিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন আইনজীবী সাদ আল আলম চৌধুরী।
নিজস্ব প্রতিবেদক : 

















