ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের শিক্ষাবিদ নুরুল আজিজ চৌধুরী আর নেই সুপ্রভাত কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: অধ্যাপক আপন চন্দ্র দে, সদস্য সচিব: সায়ন্তন ভট্টাচার্য সাবেক সাংসদ কাজলের মা সালেহা খানম আর নেই বদি সহ ১৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি “দেশের উপদেষ্টা যদি ডাব খায় সাধারণ জনগনও ডাব খাবে” -সলিমুল্লাহ খান মহেশখালীতে মামার হাতে ভাগ্নে খুনের ঘটনায় আটক-৪ ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ ৯ দিন পর মুক্তি পেলেন চবির সেই ৫ শিক্ষার্থী কক্সবাজার-মহেশখালী নৌরুটে সি-ট্রাকের উদ্বোধন, জনপ্রতি ৩৫ টাকায় যাতায়াত করবেন ২৫০ মানুষ আমি দায়িত্ব নেয়ার পর প্রথম ৫১ একরের দখল মুক্ত করতে কক্সবাজারের ডিসিকে ফোন করেছি – বন উপদেষ্টা দখলের কারণে কক্সবাজারে নদী বন্দর করা যাচ্ছেনা- নৌপরিবহন উপদেষ্টা বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা পোপ ফ্রান্সিসের মৃত্যু: শোক করছে বাংলাদেশ উখিয়ার ক্যাম্পে ইয়াবার দ্ব’ন্দ্বে রোহিঙ্গা যুবক খু’ন ৬/৭ মাস লেগেছে মহেশখালীর সী-ট্রাক আনতে- নৌ পরিবহন উপদেষ্টা

“দেশের উপদেষ্টা যদি ডাব খায় সাধারণ জনগনও ডাব খাবে” -সলিমুল্লাহ খান

  • আফজারা রিয়া
  • আপডেট সময় : ০৯:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • 354

এদেশের প্রতিটা মানুষের মর্যাদা উপদেষ্টাসম হতে হবে উল্লেখ করে ড. সলিমুল্লাহ বলেন, “দেশের উপদেষ্টা যদি ডাব খায় সাধারণ জনগনও ডাব খাবে। সাধারণ জনগন লবণ জল খেলে উপদেষ্টারও লবণ জল খেতে হবে। এই মর্যাদাটা দেশের জনগন এতদিন পায়নি।”

বৃহস্পতিবার সকালে কক্সবাজারে সি-ট্রাক উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সি-ট্রাক সার্ভিস জনগনকে দেওয়া দান নয়, এটি তাদের অধিকার বলে মন্তব্য করেছেন দেশ বরেণ্য বুদ্ধিজীবী ও চিন্তাবিদ অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।

টিকেটই হবে জনগণের একমাত্র পাসপোর্ট উল্লেখ করে ড. সলিমুল্লাহ খান বলেন, এই নৌ রুটে ইজারাদারদের দৌরাত্ম বন্ধ করতে হবে। ইজারা ব্যবসা বন্ধ হলে এই দ্বীপের মানুষ স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারবে।

সি-ট্রাকের বিষয়ে তিনি বলেন, একটি গণপরিবহন কখনও বিলাসিতা নয়। এটি জনগনের অধিকার।মহেশখালীর জনগন এই সি-ট্রাকটা অধিকার হিসেবে পেয়েছে।তবে আইডব্লিউটিএ এমন একটা ভান করছে যেন এই সি-ট্রাক তাদের দান।

সি-ট্রাকটি কোন উপহার নয় জানিয়ে এই অধ্যাপক বলেন, আগে যেমন বাসের উপর লেখা থাকতো মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, এটাও যেন মাননীয় নৌ পরিবহন উপদেষ্টার উপহার। তবে এটি কোন উপহার নয়। জনগণের জন্য এটি অধিকার আর সরকারের জন্য এটি সেবা।

তবে এই সি-ট্রাক সেবায় জনগণের কিছুটা সুবিধা হয়েছে ঠিকই তবে সমস্যা সম্পূর্ণ সমাধান হয়নি।

সি-ট্রাকের যাতায়াত আরও সম্প্রসারিত করার দাবি জানিয়ে এই বুদ্ধিজীবী বলেন, গোরকঘাটাবাসীর জন্য এই সি-ট্রাকে যাতায়াত ব্যবস্থা সহজলভ্য হয়েছে। তবে কালারমারছড়া, ধলঘাটার মানুষের এখনও সড়কপথে গোরকঘাটা এসে সি-ট্রাকে উঠতে হবে। তাই পুরো মহেশখালীর মানুষই যেনো নৌ-পথে যাতায়াত করতে পারে এমন ব্যবস্থা করতে হবে।

এছাড়া এ ধরনের ওয়াটার ট্রান্সপোর্ট সার্ভিস শুধুমাত্র মহেশখালির জন্য নয়, অন্যান্য দ্বীপ যেমন মাতারবাড়ি কুতুবদিয়া উপজেলার জন্যও ব্যবস্থা করতে হবে।

এই লেখক মনে করেন বাংলাদেশের মতো দূর্ভাগা দেশ আর নেই। যেখানে কোনো ইউনাইটেড সার্ভিস নেই, জনগনের জন্য গণপরিবহন নেই।বিষয়টি খুবই দুঃখজনক।

তিনি আরও বলেন, মহেশখালী-কক্সবাজার যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এখানে গণপরিবহন থাকবে না এটা কল্পনা করা যায় না। যেমন ঢাকায় বিআরটিসি বলে একটা সংস্থা আছে। তবে তাদের গাড়ী স্বল্পতার কারণে ঢাকা শহরের যাতায়াত ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ২৫০ টি প্রাইভেট কোম্পানি ঢাকার যাতায়াত ব্যবস্থা ছিন্নভিন্ন করে ফেলেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের শিক্ষাবিদ নুরুল আজিজ চৌধুরী আর নেই

This will close in 6 seconds

“দেশের উপদেষ্টা যদি ডাব খায় সাধারণ জনগনও ডাব খাবে” -সলিমুল্লাহ খান

আপডেট সময় : ০৯:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

এদেশের প্রতিটা মানুষের মর্যাদা উপদেষ্টাসম হতে হবে উল্লেখ করে ড. সলিমুল্লাহ বলেন, “দেশের উপদেষ্টা যদি ডাব খায় সাধারণ জনগনও ডাব খাবে। সাধারণ জনগন লবণ জল খেলে উপদেষ্টারও লবণ জল খেতে হবে। এই মর্যাদাটা দেশের জনগন এতদিন পায়নি।”

বৃহস্পতিবার সকালে কক্সবাজারে সি-ট্রাক উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সি-ট্রাক সার্ভিস জনগনকে দেওয়া দান নয়, এটি তাদের অধিকার বলে মন্তব্য করেছেন দেশ বরেণ্য বুদ্ধিজীবী ও চিন্তাবিদ অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।

টিকেটই হবে জনগণের একমাত্র পাসপোর্ট উল্লেখ করে ড. সলিমুল্লাহ খান বলেন, এই নৌ রুটে ইজারাদারদের দৌরাত্ম বন্ধ করতে হবে। ইজারা ব্যবসা বন্ধ হলে এই দ্বীপের মানুষ স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারবে।

সি-ট্রাকের বিষয়ে তিনি বলেন, একটি গণপরিবহন কখনও বিলাসিতা নয়। এটি জনগনের অধিকার।মহেশখালীর জনগন এই সি-ট্রাকটা অধিকার হিসেবে পেয়েছে।তবে আইডব্লিউটিএ এমন একটা ভান করছে যেন এই সি-ট্রাক তাদের দান।

সি-ট্রাকটি কোন উপহার নয় জানিয়ে এই অধ্যাপক বলেন, আগে যেমন বাসের উপর লেখা থাকতো মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, এটাও যেন মাননীয় নৌ পরিবহন উপদেষ্টার উপহার। তবে এটি কোন উপহার নয়। জনগণের জন্য এটি অধিকার আর সরকারের জন্য এটি সেবা।

তবে এই সি-ট্রাক সেবায় জনগণের কিছুটা সুবিধা হয়েছে ঠিকই তবে সমস্যা সম্পূর্ণ সমাধান হয়নি।

সি-ট্রাকের যাতায়াত আরও সম্প্রসারিত করার দাবি জানিয়ে এই বুদ্ধিজীবী বলেন, গোরকঘাটাবাসীর জন্য এই সি-ট্রাকে যাতায়াত ব্যবস্থা সহজলভ্য হয়েছে। তবে কালারমারছড়া, ধলঘাটার মানুষের এখনও সড়কপথে গোরকঘাটা এসে সি-ট্রাকে উঠতে হবে। তাই পুরো মহেশখালীর মানুষই যেনো নৌ-পথে যাতায়াত করতে পারে এমন ব্যবস্থা করতে হবে।

এছাড়া এ ধরনের ওয়াটার ট্রান্সপোর্ট সার্ভিস শুধুমাত্র মহেশখালির জন্য নয়, অন্যান্য দ্বীপ যেমন মাতারবাড়ি কুতুবদিয়া উপজেলার জন্যও ব্যবস্থা করতে হবে।

এই লেখক মনে করেন বাংলাদেশের মতো দূর্ভাগা দেশ আর নেই। যেখানে কোনো ইউনাইটেড সার্ভিস নেই, জনগনের জন্য গণপরিবহন নেই।বিষয়টি খুবই দুঃখজনক।

তিনি আরও বলেন, মহেশখালী-কক্সবাজার যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এখানে গণপরিবহন থাকবে না এটা কল্পনা করা যায় না। যেমন ঢাকায় বিআরটিসি বলে একটা সংস্থা আছে। তবে তাদের গাড়ী স্বল্পতার কারণে ঢাকা শহরের যাতায়াত ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ২৫০ টি প্রাইভেট কোম্পানি ঢাকার যাতায়াত ব্যবস্থা ছিন্নভিন্ন করে ফেলেছে।