কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের অন্তত বিশ জন হতদরিদ্র শিক্ষার্থীদের ভর্তিসহ যাবতীয় দায়িত্ব নিলেন নুরুল আমিন। নুরুল আমিন পেশায় একজন সফল উদ্যোক্তা। সমাজকর্মী হিসেবে নিজেকে আত্ম নিয়োগ করেছেন বহু আগেই।
খুরুশকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে দীর্ঘদিন ধরেই তিনি মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন বলে জানান স্থানীয়রা।
সম্প্রতি নিজের ব্যক্তিগত অর্থায়নে তিনি প্রায় ২০ জন এতিম ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেন। ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান নুরুল আমিন।
উল্লেখ্য, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নুরুল আমিন মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। বিপুল সংখ্যক ভোট পেলেও তৎকালীন আওয়ামীলীগ সরকারের হস্তক্ষেপে তিনি চেয়ারম্যান নির্বাচিত হতে পারেননি বলে অভিযোগ রয়েছে। তবে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, এলাকাবাসীর কাছে তাঁর জনপ্রিয়তা ও জনসমর্থন বরাবরের মতোই দৃঢ় রয়েছে বলে মন্তব্য করেন সচেতন মহল।
স্থানীয়রা মনে করেন, নুরুল আমিনের এই মানবিক উদ্যোগ খুরুশকুল ইউনিয়নের হতদরিদ্র পরিবারগুলোর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা থেকে বঞ্চিত শিশুদের নতুন করে স্বপ্ন দেখার সুযোগ করে দিচ্ছে এই সহায়তা কার্যক্রম।
এলাকাবাসী তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে এমন মানবিক কাজে এগিয়ে আসা উচিত।
নিজস্ব প্রতিবেদক 


















