শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আসন্ন আবির্ভাব উৎসব সুষ্ঠু, সুন্দর ও জাঁকজমকভাবে উদযাপন উপলক্ষে সাধারণ সভার আহবান জানিয়েছে শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম, কক্সবাজারের কার্যকরী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক। আগামী শুক্রবার (৩০ মে) বি,কে, পাল সড়কস্থ লোকনাথ মন্দির প্রাঙ্গণে এই সাধারণ সভার আহ্বান করা হয়।
শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম, কক্সবাজার এর কার্যকরী কমিটির সভাপতি কমল দাশ সাধন এবং সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,
“এতদ্বারা লোকনাথ সেবাশ্রম, কক্সবাজার এর সকল দাতা সদস্য, আজীবন সদস্য, কার্যকরী কমিটির সদস্য ও লোকনাথ বাবার সকল ভক্তবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিব কল্পতরু মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আসন্ন আবির্ভাব উৎসব সুষ্ঠু, সুন্দর ও জাঁকজমকভাবে উদযাপন এবং মন্দিরের উন্নয়নকল্পে স্ব-স্ব মতামত প্রদান ও আবির্ভাব উৎসব কমিটি গঠনকল্পে আগামী ৩০ মে সকাল ১১ টায় বি,কে, পাল সড়কস্থ লোকনাথ মন্দির প্রাঙ্গণে এক সাধারণ সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় সকল দাতা সদস্য, আজীবন সদস্য, কার্যকরী কমিটির সদস্য ও লোকনাথ বাবার সকল ভক্তবৃন্দকে অংশগ্রহণ করে মন্দিরের উন্নয়নে সুচিন্তিত মতামত প্রদানসহ আবির্ভাব উৎসব কমিটি গঠনে সহযোগিতা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।”
বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।