কক্সবাজার সদর উপজেলাধীন চৌফলদন্ডী ইউনিয়নের ছাত্র পরিষদের উদ্যোগে চৌফলদন্ডী ব্রিজ সংলগ্ন গ্রিণভিউ রেস্টুরেন্টে সমগ্র ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ও মান্যগন্য ব্যক্তিবর্গদের সমন্বয়ে ইফতার সফলভাবে সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌফলদন্ডীর কৃতী সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সিরাজুল হক। রমজানের শিক্ষা বিষয়ে বক্তব্য রাখেন মাওলানা নুরুল হুদা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাউছার মাহমুদ আয়াছ ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের সহযোগী অধ্যাপক জসীম উদ্দীন, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট শেফাউল করিম রানা, মাওলানা এডভোকেট সালাহ উদ্দীন, খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনিসুর রহমান খান, উপজেলার শ্রেষ্ঠ সেচ্ছাসেবক নুর মোহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবদুর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন এডভোকেট সাইফুল ইসলাম, এডভোকেট সেলিম, পেশকার শফিউল আলম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইরুল করিম আরমান, ভারতে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তালেব, কক্সবাজার সিটি কলেজের প্রভাষক জং রাখাইন, ট্রাস্ট ব্যাংকের অফিসার জিয়া উদ্দিন বাবলু প্রমুখ।
এতে ২০২৫ সালে চৌফলদন্ডী ইউনিয়নের এসএসসি পরীক্ষার্থী উপহার সামগ্রী বিতরণ ও দোয়া মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- শিক্ষা জাতীর মেরুদণ্ড। চৌফলদন্ডী ছাত্র পরিষদ শিক্ষার মাধ্যমে চৌফলদন্ডীকে ব্রান্ডিং করার সমুহ সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধান অতিথি।