চকরিয়ার ১৪ দিনের রিমান্ড শেষে আরো ৭ দিনের রিমান্ডের জন্য এবার পেকুয়া থানায় নেয়া হচ্ছে সাবেক সংসদ সদস্য জাফর আলমকে।
ওই ৭ দিনের মধ্যে তিন দিনের রিমান্ডের আদেশ হয় বুধবার সকালে। এই আদেশ দেন চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবিরের আদালত।
পেকুয়ায় ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন চালাকালীন ধানের শীষ প্রতীকের এজেন্টের উপর হামলার ঘটনায় ২০২৪ সালে মামলাটি দায়ের করেন আব্দুর রহিম নামের এক ব্যক্তি।
এনিয়ে জাফর আলমের টানা রিমান্ড হলো ২১ দিনের।
চকরিয়ায় জাফরের ৫ মামলায় ১৪ দিনের রিমান্ড শেষ হয় আজ বুধবার। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কড়া নিরাপত্তায় রিমান্ড শেষে আদালতে তোলা হয়।
চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট মো. মঈন উদ্দিন জানান, সাবেক এমপি জাফর আলমকে পেকুয়া থানায় কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে মোট ৭দিন রিমান্ড কার্যকর করা হবে।