ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জীবন বাঁচালো মৌমাছির কামড়! খুটাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠিত সৈয়দ আহবায়ক আক্তার সদস্য সচিব খাদ্যবান্ধব ডিলার নিয়োগ: প্রশংসা কুড়িয়েছেন ইউএনও ক্যথোয়াইপ্রু মারমা বৃষ্টি থাকছে জুন জুড়ে আন্তর্জাতিক শরণার্থী দিবস আজ রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে: জাতিসংঘে পররাষ্ট্র উপদেষ্টা শনিবার ৬ ঘন্টা বিদ্যুৎহীন থাকবে কক্সবাজার শহর রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে: জাতিসংঘে পররাষ্ট্র উপদেষ্টা মহেশখালী উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত কক্সবাজারে সম্পন্ন হয়েছে ‘জেন্ডার এটিকেট’ বিষয়ক প্রশিক্ষণ অস্ত্রসহ গ্রেফতার মুবিনুল যুবদলের কেউ নয় দাবী মহেশখালীতে যৌথ অভিযানে অস্ত্রসহ আটক এক ২৪ ঘন্টায় ৬০ জন ‘শয়তান শিকার’ কক্সবাজার পুলিশের! কক্সবাজারে জাতীয় ফলমেলা ২০২৫ এর উদ্বোধন আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিক’

কালুরঘাট সেতুতে ট্রেনের সঙ্গে কয়েকটি যানবাহনের সংঘর্ষ, নিহত ৩

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছে বেশ কয়েকজন। বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিগন্যাল অমান্য করে অটোরিকশাটি সেতুর ওপর উঠে গেলে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি এসে সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত হন।

নিহত ব্যক্তির নাম তুষার, যিনি অটোরিকশার চালক বলে জানা গেছে। আহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- আসিফ উদ্দিন বাপ্পি, আসমা আহমেদ এবং আঞ্জু আরা। আহতদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনায় আরও কয়েকটি মোটরসাইকেলও ট্রেনের নিচে চাপা পড়ে। এছাড়া একটি ভিডিও ফুটেজে এক শিশুকে কাঁধে নিয়ে এক যুবককে গগনবিদারী কণ্ঠে ‘আল্লাহু আকবর’ বলতে বলতে কাঁদতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, নিহত শিশুটি ওই যুবকের সন্তান। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কেউ।

কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ১১টার দিকে তারা দুর্ঘটনার খবর পান এবং সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সসহ দুটি ইউনিট পাঠানো হয়। উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে বলে জানান তিনি।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালের ক্যাজুয়ালিটি ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা ও পরিচয় জানাতে আরও সময় লাগবে।

সুত্র: চ্যানেল ২৪

ট্যাগ :

This will close in 6 seconds

কালুরঘাট সেতুতে ট্রেনের সঙ্গে কয়েকটি যানবাহনের সংঘর্ষ, নিহত ৩

আপডেট সময় : ০১:০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছে বেশ কয়েকজন। বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিগন্যাল অমান্য করে অটোরিকশাটি সেতুর ওপর উঠে গেলে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি এসে সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত হন।

নিহত ব্যক্তির নাম তুষার, যিনি অটোরিকশার চালক বলে জানা গেছে। আহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- আসিফ উদ্দিন বাপ্পি, আসমা আহমেদ এবং আঞ্জু আরা। আহতদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনায় আরও কয়েকটি মোটরসাইকেলও ট্রেনের নিচে চাপা পড়ে। এছাড়া একটি ভিডিও ফুটেজে এক শিশুকে কাঁধে নিয়ে এক যুবককে গগনবিদারী কণ্ঠে ‘আল্লাহু আকবর’ বলতে বলতে কাঁদতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, নিহত শিশুটি ওই যুবকের সন্তান। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কেউ।

কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ১১টার দিকে তারা দুর্ঘটনার খবর পান এবং সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সসহ দুটি ইউনিট পাঠানো হয়। উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে বলে জানান তিনি।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালের ক্যাজুয়ালিটি ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা ও পরিচয় জানাতে আরও সময় লাগবে।

সুত্র: চ্যানেল ২৪