ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“মাদক ডিলারদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপারেশন চাই”: টেকনাফে এনসিপি নেতা সুজা অ’স্ত্র, নগদ টাকাসহ কলাতলীর কামরুল গ্রেফতার উখিয়ার ওসি জানেন না অভিযানের খবর! ১৬১১১ এ কল পেয়ে বিকল ফিশিং বোটের ১১ জেলেকে জীবিত উদ্ধার করলো কোস্ট গার্ড কক্সবাজার সৈকতের বালিয়াড়ির সকল দোকান সরিয়ে নেয়ার নির্দেশ বিএনপিতে যোগ দিলেন মুগ্ধর ভাই স্নিগ্ধ মহেশখালীতে অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন: চ্যাম্পিয়ন টাইম বাজার প্রাইমারি স্কুল পেকুয়ায় পুকুরে ডুবে আবারো শিশুর মৃত্যু: ৪ দিনে গেলো ৫ শিশুর প্রাণ কক্সবাজার ২ আসনে এনসিপির প্রার্থী সুজা, ছাড়ের রাজনীতিতে সমঝোতার ইঙ্গিত! কক্সবাজারসহ কয়েকটি জেলায় ভারি বৃষ্টিপাত ও ভূমি ধ্বসের সম্ভাবনা রোহিঙ্গা নারীদের ৯৭ শতাংশই শিক্ষার বাইরে, বৈশ্বিক প্রতিনিধিদলের উদ্বেগ খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী চট্টগ্রামের ৬ আসনে বিএনপির নতুন মুখ প্রলোভনের ফাঁদে জিম্মি,উদ্ধার ২৫: আটক ২ সাগরে লঘুচাপ: কক্সবাজার ও চট্টগ্রামে ৩ নং সতর্ক সংকেত

কসউবি’র প্রাক্তনীদের নেতৃত্বে এলেন যারা

দীর্ঘ সাংগঠনিক প্রক্রিয়া ও ব্যাচ সমন্বয়কদের মনোনীত সার্চ কমিটির মাধ্যমে প্রথমবারের মতো গঠিত হলো কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ।

১৯৬৯ ব্যাচের মোহাম্মদ ওমর ফারুক, ১৯৭৪ ব্যাচের শওকত ওসমান পিয়ারু এবং ১৯৮২ ব্যাচের জনাব রাশেদ মোহাম্মদ আলী’র সমন্বয়ে গঠিত সার্চ কমিটি নির্বাহী পরিষদ ঘোষণা করে এবং নবগঠিত কমিটিকে শপথ পাঠ করান মোহাম্মদ ওমর ফারুক।

কক্সবাজারের দেড়শো বছরের পুরোনো ও ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের প্রাক্তনীদের নেতৃত্ব দেবে – প্রধান নির্বাহী সংগঠক হিসেবে কক্সবাজারের বরেণ্য শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম (১৯৬৬), সাংগঠনিক সমন্বয়ক হিসেবে তথ্যপ্রযুক্তিবিদ মোহিব্বুল মোক্তাদীর তানিম (১৯৯৮), সাংগঠনিক সচিব হিসেবে আছেন তরুণ উদ্যোক্তা সাঈদ বিন জেবর (২০০২)।

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ নির্বাহী পরিষদ-
১. প্রধান নির্বাহী সংগঠক – এম এম সিরাজুল ইসলাম (১৯৬৬)
২.যুগ্ম নির্বাহী সংগঠক – মহিউদ্দিন নূরুল আবসার (১৯৬৮)
৩. যুগ্ম নির্বাহী সংগঠক- ডা. মোহাম্মদ নুরুল আলম (১৯৮২)
৪. যুগ্ম নির্বাহী সংগঠক – মোরশেদ মোহাম্মদ আলী (১৯৮৫)
৫. সাংগঠনিক সমন্বয়ক – মোহিব্বুল মোক্তাদীর তানিম (১৯৯৮)
৬. সাংগঠনিক সচিব – সাঈদ বিন জেবর (২০০২)
৭. অর্থ ও পরিকল্পনা সমন্বয়ক – শেখ আশিকুজ্জামান (২০০১)
৮. একাডেমিক ও ক্যারিয়ার উন্নয়ন সমন্বয়ক – আসিফ মোহাম্মদ আহসানুল হক (১৯৯১)
৯. প্রাক্তন ছাত্র ও সদস্য সংযোগ সমন্বয়ক – মনোয়ার কামাল জিসান (২০০৪)
১০. স্পন্সরশিপ এবং ছাত্র বৃত্তি সমন্বয়ক – মোরশেদ আলম খোকন (১৯৯৫)
১১. দপ্তর ও যোগাযোগ সমন্বয়ক – মোঃ শাহাজাহানুল হক চৌধুরী (২০০৬)
১২. আইন ও প্রশাসন বিষয়ক সমন্বয়ক – নওশাদ ইফতেখার (১৯৯৭)
১৩. মিডিয়া ও প্রেস সমন্বয়ক – সৌরভ দেব (২০১০)
১৪. প্রযুক্তি ও উদ্ভাবন সমন্বয়ক – সিফাত ইমতিয়াজ হাসান (১৯৯৮)
১৫. সংস্কৃতি, গবেষণা ও ঐতিহ্য সমন্বয়ক – ইয়াসির আরাফাত (২০০১)
১৬. সামাজিক যোগাযোগ মাধ্যম সমন্বয়ক – আসিফ সাইফুল আবীর (২০০২)
১৭. সামাজিক কল্যাণ সমন্বয়ক – মোঃ জিয়াউল হুদা (১৯৯৮)
১৮. স্বাস্থ্য ও সুরক্ষা সমন্বয়ক – রফিকুল ইসলাম (১৯৮৩)
১৯. পরিবেশ স্থায়িত্ব সমন্বয়ক – রবিউল হাসান সালমান (২০০১)
২০. আপ্যায়ন, অনুষ্ঠান ও লজিস্টিক সমন্বয়ক – ইয়ামিন শিবলী রুবেল (২০০২)
২১. ক্রীড়া ও ফিটনেস উন্নয়ন সমন্বয়ক – ওমর ফারুক ফরহাদ (২০০১)
২২. বিদ্যালয় সংযোগ সমন্বয়ক- এড. ছৈয়দুল আবরার মো. তকি।

নির্বাহী সদস্যবৃন্দ –
রতন দাশ (১৯৭৯), আসিফ নূর চৌধুরী (১৯৮১), এড. আবু সিদ্দিক ওসমানী (১৯৮৪), সৈয়দ উল্লাহ (১৯৯২), মাসুদুর রহমান (১৯৯৩), আ.ম.ম. ফজলুর রশিদ (১৯৯৪), আহসান মাহমুদ (১৯৯৫), আবু মুসা সাঈদ (১৯৯৭), ডা. রঞ্জন বড়ুয়া রাজন (১৯৯৯), খলিলুর রহমান (২০০০), তোফাজ্জল হোসাইন আরাফাত (২০০৩), রুহান আল ফারুক (২০০৮), জাহিন ফারুক আমিন (২০০৯), জাওয়াদ বখতিয়ার ( ২০১১), আসির আওসাফ তকি (২০১২), এসএম আতহার সাকিব (২০১৫), তাসদিদ উর রেজা চৌধুরী (২০১৬), সাঈদ বিন হোসাইন হৃদয় (২০১৭), রাফিদুল হক রাদিফ (২০২৪)।

ট্যাগ :

“মাদক ডিলারদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপারেশন চাই”: টেকনাফে এনসিপি নেতা সুজা

This will close in 6 seconds

কসউবি’র প্রাক্তনীদের নেতৃত্বে এলেন যারা

আপডেট সময় : ১২:৪৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

দীর্ঘ সাংগঠনিক প্রক্রিয়া ও ব্যাচ সমন্বয়কদের মনোনীত সার্চ কমিটির মাধ্যমে প্রথমবারের মতো গঠিত হলো কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ।

১৯৬৯ ব্যাচের মোহাম্মদ ওমর ফারুক, ১৯৭৪ ব্যাচের শওকত ওসমান পিয়ারু এবং ১৯৮২ ব্যাচের জনাব রাশেদ মোহাম্মদ আলী’র সমন্বয়ে গঠিত সার্চ কমিটি নির্বাহী পরিষদ ঘোষণা করে এবং নবগঠিত কমিটিকে শপথ পাঠ করান মোহাম্মদ ওমর ফারুক।

কক্সবাজারের দেড়শো বছরের পুরোনো ও ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের প্রাক্তনীদের নেতৃত্ব দেবে – প্রধান নির্বাহী সংগঠক হিসেবে কক্সবাজারের বরেণ্য শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম (১৯৬৬), সাংগঠনিক সমন্বয়ক হিসেবে তথ্যপ্রযুক্তিবিদ মোহিব্বুল মোক্তাদীর তানিম (১৯৯৮), সাংগঠনিক সচিব হিসেবে আছেন তরুণ উদ্যোক্তা সাঈদ বিন জেবর (২০০২)।

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ নির্বাহী পরিষদ-
১. প্রধান নির্বাহী সংগঠক – এম এম সিরাজুল ইসলাম (১৯৬৬)
২.যুগ্ম নির্বাহী সংগঠক – মহিউদ্দিন নূরুল আবসার (১৯৬৮)
৩. যুগ্ম নির্বাহী সংগঠক- ডা. মোহাম্মদ নুরুল আলম (১৯৮২)
৪. যুগ্ম নির্বাহী সংগঠক – মোরশেদ মোহাম্মদ আলী (১৯৮৫)
৫. সাংগঠনিক সমন্বয়ক – মোহিব্বুল মোক্তাদীর তানিম (১৯৯৮)
৬. সাংগঠনিক সচিব – সাঈদ বিন জেবর (২০০২)
৭. অর্থ ও পরিকল্পনা সমন্বয়ক – শেখ আশিকুজ্জামান (২০০১)
৮. একাডেমিক ও ক্যারিয়ার উন্নয়ন সমন্বয়ক – আসিফ মোহাম্মদ আহসানুল হক (১৯৯১)
৯. প্রাক্তন ছাত্র ও সদস্য সংযোগ সমন্বয়ক – মনোয়ার কামাল জিসান (২০০৪)
১০. স্পন্সরশিপ এবং ছাত্র বৃত্তি সমন্বয়ক – মোরশেদ আলম খোকন (১৯৯৫)
১১. দপ্তর ও যোগাযোগ সমন্বয়ক – মোঃ শাহাজাহানুল হক চৌধুরী (২০০৬)
১২. আইন ও প্রশাসন বিষয়ক সমন্বয়ক – নওশাদ ইফতেখার (১৯৯৭)
১৩. মিডিয়া ও প্রেস সমন্বয়ক – সৌরভ দেব (২০১০)
১৪. প্রযুক্তি ও উদ্ভাবন সমন্বয়ক – সিফাত ইমতিয়াজ হাসান (১৯৯৮)
১৫. সংস্কৃতি, গবেষণা ও ঐতিহ্য সমন্বয়ক – ইয়াসির আরাফাত (২০০১)
১৬. সামাজিক যোগাযোগ মাধ্যম সমন্বয়ক – আসিফ সাইফুল আবীর (২০০২)
১৭. সামাজিক কল্যাণ সমন্বয়ক – মোঃ জিয়াউল হুদা (১৯৯৮)
১৮. স্বাস্থ্য ও সুরক্ষা সমন্বয়ক – রফিকুল ইসলাম (১৯৮৩)
১৯. পরিবেশ স্থায়িত্ব সমন্বয়ক – রবিউল হাসান সালমান (২০০১)
২০. আপ্যায়ন, অনুষ্ঠান ও লজিস্টিক সমন্বয়ক – ইয়ামিন শিবলী রুবেল (২০০২)
২১. ক্রীড়া ও ফিটনেস উন্নয়ন সমন্বয়ক – ওমর ফারুক ফরহাদ (২০০১)
২২. বিদ্যালয় সংযোগ সমন্বয়ক- এড. ছৈয়দুল আবরার মো. তকি।

নির্বাহী সদস্যবৃন্দ –
রতন দাশ (১৯৭৯), আসিফ নূর চৌধুরী (১৯৮১), এড. আবু সিদ্দিক ওসমানী (১৯৮৪), সৈয়দ উল্লাহ (১৯৯২), মাসুদুর রহমান (১৯৯৩), আ.ম.ম. ফজলুর রশিদ (১৯৯৪), আহসান মাহমুদ (১৯৯৫), আবু মুসা সাঈদ (১৯৯৭), ডা. রঞ্জন বড়ুয়া রাজন (১৯৯৯), খলিলুর রহমান (২০০০), তোফাজ্জল হোসাইন আরাফাত (২০০৩), রুহান আল ফারুক (২০০৮), জাহিন ফারুক আমিন (২০০৯), জাওয়াদ বখতিয়ার ( ২০১১), আসির আওসাফ তকি (২০১২), এসএম আতহার সাকিব (২০১৫), তাসদিদ উর রেজা চৌধুরী (২০১৬), সাঈদ বিন হোসাইন হৃদয় (২০১৭), রাফিদুল হক রাদিফ (২০২৪)।