সাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ থেকে ঘনীভূত হয়ে এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।
সোমবার আবহাওয়া অফিসের সর্বশেষ বার্তা অনুসারে,বঙ্গোপসাগরে ঘনীভূত স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বেড়ে গেছে। এ কারণে ওইসব এলাকায় এবং উপকূল ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ওই বার্তায় আরও উল্লেখ করা হয়, বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গপোসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ আব্দুল হান্নান টিটিএনকে বলেন, “স্থল নিম্নচাপটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় অবস্থান করছে।তবে এটি ঘূর্ণিঝড়ে রুপ নেওয়ার সম্ভাবনা নেই”।
“স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গপোসাগরে বায়ুচাপের আধিক্য বিরাজ করছে। সে কারণে উত্তর বঙ্গপোসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে,”জানান আব্দুল হান্নান।
ভারী বৃষ্টির বিষয়ে সতর্ক করে মি. হান্নান বলেন,স্থল নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ ঘন্টা কক্সবাজারে ভারী বৃষ্টি হতে পারে।পাশাপাশি পাহাড় ধস ও জলাবদ্ধতারও আশঙ্কা রয়েছে।
রবিবার আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে লঘুচাপ সৃষ্টির কথা জানানো হয়। সোমবার লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়।পরে আবহাওয়া অফিসের সর্বশেষ বার্তায় সুস্পষ্ট লঘুচাপটি স্থল নিম্নচাপে রুপ নেওয়ার কথা জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক 

























