চকরিয়ার চিরিঙ্গা-বদরখালী সড়কের কোরালখালী এলাকায় মাইক্রো গাড়ি যোগে চোরাই গরু নিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ।উদ্ধার করা হয় দুটি গরু।
বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালীতে এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন মাইক্রো (হাইয়েস) যোগে চোরাই গরু নিয়ে যাচ্ছে সংবাদ পেয়ে কোরালখালী এলাকায় পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়।গাড়িটি ধরতে ধাওয়া দিলে চোরের দল পালিয়ে যায়।পরে মাইক্রো বাসের ভিতর থেকে দুটি চোরাই গরু উদ্ধার করা হয়। শনাক্তের পর গরুগুলি মালিকের কাছে হস্তান্তর করা হবে। এবং এর সাথে জড়িদদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।