খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সাবেক সভাপতি আবুল কাশেম বাবুর দ্বিতীয় মৃত্যু বার্ষিকীরতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলা খেলাঘরের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি সুবিমল পাল পান্নার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন এর সঞ্চালনায় ১৭ মার্চ কক্সবাজার স্টেডিয়াম সংলগ্ন ঝিনুকমালা খেলাঘর আসরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় আবুল কাশেম বাবুর আত্মার মাগফেরাত কামনায় নিরবতা পালন করা হয়।
স্মৃতিচারণ করেন ঝিনুকমালা খেলাঘর আসরের সভাপতি আশরাফুল হুদা সিদ্দিকী জামসেদ, সাবেক খেলাঘর জাতীয় পরিষদ সদস্য ডাক্তার চন্দন কান্তি দাস, বিশ্বজিৎ পাল বিশু, সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সভাপতি মো: খোরশেদ আলম, খেলাঘরিয়ান রমজান আলী সিকদার, কক্সবাজার জেলা খেলাঘরের সহ সভাপতি কলিম উল্লাহ কলিম, সম্পাদক মণ্ডলীর সদস্য, ঝিনুকমালা প্রশিক্ষণ একাডেমির পরিচালক সাংবাদিক দীপক শর্মা দীপু, ঝিনুকমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজীব দেব দাশ, সিমুনিয়া খেলাঘর আসরের কর্মকর্তা হায়দার নেজাম, রানা মল্লিক, আমান উল্লাহ, খেলাঘরীয়ান ইল্লু বড়ুয়া, পিন্টু মল্লিক, নয়ন চক্রবর্তী, মোহাম্মদ সালাউদ্দিন ।
বক্তারা স্মৃতিচারণে বলেন আবুল কাশেম বাবু ছিলেন খেলাঘরের নিবেদিত প্রাণ, তার রেখে যাওয়া স্মৃতি খেলাঘরের বন্ধুরা আজীবন মনে রাখবে।