স্বাধীনতার পর যে দলই রাষ্ট্র ক্ষমতায় এসেছে সে দলের প্রার্থী বিজয়ী হয়েছেন কক্সবাজার-৪ আসনে।
সীমান্তের দুই উপজেলা উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত ‘লক্ষী আসন’ খ্যাত এই আসনে জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জেলার ক্রীড়া অঙ্গনে পরিচিত মুখ মোহাম্মদ হোসাইন।
দলীয় প্রক্রিয়া অনুসরণ করে মনোনয়ন ফরম সংগ্রহ করার তথ্য নিশ্চিত করেছেন তিনি।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য হোসাইন জানান, ‘ আশা করছি দলের মনোনয়ন পাবো, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে উখিয়া-টেকনাফের জনকল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হোসাইনের বাড়ি উখিয়ার সোনারপাড়ায়, ক্রীড়া সংগঠকের পাশাপাশি সাংবাদিক হিসেবেও তিনি পরিচিত।
নিজস্ব প্রতিবেদক 




















