ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় ৮ খুদে হাফেজার কোরআন সবিনা খতম উপলক্ষে নানান আয়োজন বাবার সাথে মাছ ধরতে গিয়ে রেজুখালে স্কুল শিক্ষার্থী নিখোঁজ মহেশখালীর যুবদল নেতা রিয়াদ মোহাম্মদ আরফাতের অকাল মৃত্যুতে সালাহউদ্দিন আহমদের শোক রামু বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে কঠিন চীবর দান সম্পন্ন বসতি বে রিসোর্টের সাথে লুৎফর রহমান কাজলের সম্পৃক্ততা নেই – কর্তৃপক্ষ নির্বাচনি জোট নিয়ে কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি: আখতার রেস্তোরাঁ শিল্প বাঁচাতে আন্দোলনের হুঁশিয়ারি কক্সবাজারের রেস্তোরাঁ মালিকদের… বিমানবন্দরের আগুন তদন্তে বিশেষজ্ঞ আসছেন ৪ দেশ থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ১ লক্ষ ১২ হাজার ৪৬৩ পিস ইয়াবা উদ্ধার: আটক ১ সাগরে নিম্নচাপ, বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত সাংবাদিক সরওয়ার আজম মানিকের মায়ের জানাজা সম্পন্ন নির্বাচন সম্পন্ন করতে ব্যর্থ: ‘উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি’র অন্তর্বর্তী কমিটি গঠন সাংবাদিক সরওয়ার আজম মানিকের মায়ের ইন্তেকাল: টিটিএনের শোক কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকা লজ্জাজনক- জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ চকরিয়ায় কাভার্ডভ্যানের নিচে মোটর সাইকেল: নিহত-২

দেবের মাথায় এই টুপির দাম জানলে চমকে যাবেন!

টলিপাড়ার সুপারস্টার দেব। নিজেকে প্রমাণ করতে অনেকটা বছর সংগ্রাম করতে হয়েছে অভিনেতাকে। এখন অভিনয়ের পাশাপাশি এই তারকার প্রযোজনা সংস্থাও রয়েছে। এক কথায় বলা চলে বাংলা ইন্ডাস্ট্রিতে এখন দেবেরই রমরমা বাজার।

আর সেই সুপারস্টারের ফ্যাশন এক নম্বর হবে না তা কী করে হয়। দেবের সোশ্যাল মিডিয়া পেজ ঢুঁ মারলেই দেখা যাবে হাল ফ্যাশনের অভিনেতাকে। দেবের স্টাইল স্টেটমেন্ট একেবারে অন্যরকম, ক্যাজুয়াল ভাবেই থাকতে ভালোবাসেন অভিনেতা। তবে সকলের নজর কেড়েছে দেবের একটি টুপি, যেটা তিনি প্রায়ই পরে থাকেন।

কালো রঙের গুচি টুপি, যার ওপরে লেখা GUCCI। সাধারণ দেখতে এই টুপির দাম জানলে চোখ কপালে উঠবে। দেবের খুব প্রিয় GUCCI ব্র্যান্ডের এই টুপি। প্রায়ই তাকে এই টুপি পরে থাকতে দেখা যায়।

সম্প্রতি এক ফিল্মি পার্টিতেও দেবের মাথায় এই টুপি নজরে আসল। জানা যাচ্ছে, গুচি ব্র্যান্ডের এই টুপিটির দাম প্রায় ৩০ হাজারের কাছাকাছি। তার বেশি হলেও অবাক হবেন না।

টলিপাড়ার সুপারস্টার দেবের ফ্যাশন যে দামি হবে এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, কিছুদিন আগে দেবকে বিমানবন্দরে দেখা গিয়েছিল একটি ব্যাগ সাইড করে নিতে। দেখতে ছোট হলেও এই ব্যাগের দামও কিন্তু আকাশছোঁয়া।

Louis Vuitton কোম্পানির ব্যাগটির দাম কত হতে পারে? কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গেছে, এটির দাম দুই লাখ ৪৮ হাজার টাকা। আর এটি থেকেই অভিনেতা-সংসদ সদস্যের বিলাসবহুল জীবন সম্পর্কে ধারণা করা সম্ভব।

দেবের পরনে এমনিও থাকে নামি ব্র্যান্ডের শার্ট অথবা টি-শার্ট। নিজেকে ফ্যাশনেবল রাখতে সব সময়ই চান অভিনেতা। যদিও দেব ছাড়াও GUCCI-র টুপি অনেক তারকাদেরই পরতে দেখা গেছে। যার মধ্যে রয়েছেন দেবচন্দ্রিমা, শুভশ্রী, মিমি।

চলতি বছরে দেবের ৩টি সিনেমা মুক্তির কথা রয়েছে। যার মধ্যে আগস্ট মাসে স্বাধীনতা দিবসের প্রাক্কালেই আসছে ধূমকেতু। যা পরিচালনা করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজনা রাণা সরকারের।

ছবিতে শেষবার একসঙ্গে কাজ দেব ও শুভশ্রীর। এই মুহূর্তে ধূমকেতুর প্রচার নিয়ে ব্যস্ত দেব। ২০২৫-এর পুজাতে আসছে রঘু ডাকাত। এই ছবিও বেশ কিছু বছর আটকে ছিল। অবশেষে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ছবিটি মুক্তি পাবে। আর শীতের ছুটিতে দেব নিয়ে আসবেন প্রজাপতি ২। যার শুটিং প্রায় শেষের দিকে।

সূত্র:ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় ৮ খুদে হাফেজার কোরআন সবিনা খতম উপলক্ষে নানান আয়োজন

This will close in 6 seconds

দেবের মাথায় এই টুপির দাম জানলে চমকে যাবেন!

আপডেট সময় : ০৫:০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

টলিপাড়ার সুপারস্টার দেব। নিজেকে প্রমাণ করতে অনেকটা বছর সংগ্রাম করতে হয়েছে অভিনেতাকে। এখন অভিনয়ের পাশাপাশি এই তারকার প্রযোজনা সংস্থাও রয়েছে। এক কথায় বলা চলে বাংলা ইন্ডাস্ট্রিতে এখন দেবেরই রমরমা বাজার।

আর সেই সুপারস্টারের ফ্যাশন এক নম্বর হবে না তা কী করে হয়। দেবের সোশ্যাল মিডিয়া পেজ ঢুঁ মারলেই দেখা যাবে হাল ফ্যাশনের অভিনেতাকে। দেবের স্টাইল স্টেটমেন্ট একেবারে অন্যরকম, ক্যাজুয়াল ভাবেই থাকতে ভালোবাসেন অভিনেতা। তবে সকলের নজর কেড়েছে দেবের একটি টুপি, যেটা তিনি প্রায়ই পরে থাকেন।

কালো রঙের গুচি টুপি, যার ওপরে লেখা GUCCI। সাধারণ দেখতে এই টুপির দাম জানলে চোখ কপালে উঠবে। দেবের খুব প্রিয় GUCCI ব্র্যান্ডের এই টুপি। প্রায়ই তাকে এই টুপি পরে থাকতে দেখা যায়।

সম্প্রতি এক ফিল্মি পার্টিতেও দেবের মাথায় এই টুপি নজরে আসল। জানা যাচ্ছে, গুচি ব্র্যান্ডের এই টুপিটির দাম প্রায় ৩০ হাজারের কাছাকাছি। তার বেশি হলেও অবাক হবেন না।

টলিপাড়ার সুপারস্টার দেবের ফ্যাশন যে দামি হবে এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, কিছুদিন আগে দেবকে বিমানবন্দরে দেখা গিয়েছিল একটি ব্যাগ সাইড করে নিতে। দেখতে ছোট হলেও এই ব্যাগের দামও কিন্তু আকাশছোঁয়া।

Louis Vuitton কোম্পানির ব্যাগটির দাম কত হতে পারে? কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গেছে, এটির দাম দুই লাখ ৪৮ হাজার টাকা। আর এটি থেকেই অভিনেতা-সংসদ সদস্যের বিলাসবহুল জীবন সম্পর্কে ধারণা করা সম্ভব।

দেবের পরনে এমনিও থাকে নামি ব্র্যান্ডের শার্ট অথবা টি-শার্ট। নিজেকে ফ্যাশনেবল রাখতে সব সময়ই চান অভিনেতা। যদিও দেব ছাড়াও GUCCI-র টুপি অনেক তারকাদেরই পরতে দেখা গেছে। যার মধ্যে রয়েছেন দেবচন্দ্রিমা, শুভশ্রী, মিমি।

চলতি বছরে দেবের ৩টি সিনেমা মুক্তির কথা রয়েছে। যার মধ্যে আগস্ট মাসে স্বাধীনতা দিবসের প্রাক্কালেই আসছে ধূমকেতু। যা পরিচালনা করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজনা রাণা সরকারের।

ছবিতে শেষবার একসঙ্গে কাজ দেব ও শুভশ্রীর। এই মুহূর্তে ধূমকেতুর প্রচার নিয়ে ব্যস্ত দেব। ২০২৫-এর পুজাতে আসছে রঘু ডাকাত। এই ছবিও বেশ কিছু বছর আটকে ছিল। অবশেষে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ছবিটি মুক্তি পাবে। আর শীতের ছুটিতে দেব নিয়ে আসবেন প্রজাপতি ২। যার শুটিং প্রায় শেষের দিকে।

সূত্র:ঢাকা পোস্ট