টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ ২ মাদককারবারিকে আটক করেছে র্যাব।
র্যাব-১৫’র টেকনাফ সিপিসির একটি দল বৃহস্পতিবার বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তুলাতুলি এলাকার মেরিনড্রাইভের ঢাকাইয়া বিল্ডিংয়ের লাগোয়া স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করে বলে জানান র্যাব ১৫’র সহকারী পরিচালক আ.ম.ফারুক।
আটককৃতরা হলেন, তুলাতলীর লেংগুর বিল এলাকার জালাল আহমেদের পুত্র মোহাম্মদ আলী (৩৪),উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক বি/১ এর বাবু মিয়ার পুত্র মোঃ ইলিয়াছ (২৯)।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব ১৫’র এই মিডিয়া কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক: 














