কক্সবাজারের নারীদের স্বেচ্ছাসেবী সংগঠন ডিভা অর্গানাইজেশন ৫০ জন নারী নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে সদর উপজেলার লিংক রোডে যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ে ভলান্টিয়ার অরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে ডিভা অর্গানাইজেশনের যাত্রা শুরু করা হয়।
ডিভর ভলান্টিয়ার লিডার তাসনিহা নূর ও সাদিয়া হাবিবের সঞ্চালনায় এবং ডিভা অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা নওশাবা মোক্তার সিয়ামের সভাপতিত্বে ভলান্টিয়ার অরিয়েন্টেশন প্রোগ্রামের অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন, সিএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মোহাম্মদ মহিউদ্দিন, ইয়াসিদের প্রতিষ্ঠাতা কায়সার হামিদ, ওয়াইওএসডির প্রধান নির্বাহী কফিল উদ্দিন, তারুণ্যের অভিযাত্রিকের প্রতিষ্ঠাতা হিমেল বড়ুয়া হিমু, সাংবাদিক আব্দুর রশিদ মানিক, ইয়ুথ নেট গ্লোবালের মিডিয়া কোঅরডিনেট জিমরান মোহাম্মদ শায়েক, ইয়েস বাংলাদেশের প্রতিষ্ঠাতা তারেকুর রহমান স্বপ্নতরীর প্রতিষ্ঠাতা মোহাম্মদ রিয়াজ সহ অনেকে বক্তব্য রাখেন।
এসময় ডিভা অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা নওশাবা মোক্তার সিয়াম বলেন, ২০১৯ সাল থেকে ডিবা নারী উদ্যোক্তাদের উন্নয়ন, সাইবার বুলিং, হতদরিদ্র নারী ও শিশুদের চিকিৎসা সেবা করে আসছে। এবার সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য ৫০ জন নারী ভলান্টিয়ার নিয়ে আমরা যাত্রা শুরু করেছি।
এসময় কক্সবাজারের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।