কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের সোনাইছড়ি খালে স্রোতের তোড়ে ভেসে নিখোঁজ কৃষক শামসুল আলমের মরদেহ ৪৫ ঘন্টা পর উদ্ধার হয়েছে৷
রবিবার বিকেল ৩টার দিকে নিখোঁজ হওয়া খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে সেখান থেকে উদ্ধার করেন।
নিহত কৃষক শামসুল আলম রামু জোয়ারিয়ানালার পূর্ব পাড়ার বাচ্চু মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেল ৫ টায় গরু আনতে গিয়ে সোনাইছড়ি খাল পারাপারের সময় শামসুর আলম ভেসে যায়। গতকাল শনিবার সকাল থেকে রামু ফায়ার সার্ভিস টিম খালে উদ্বার তৎপরতা শুরু করে না পেয়ে চট্রগ্রাম হতে ডৃবুরি টিম এসে বিকাল ৫টা পর্ষন্ত উদ্বার তৎপরতা চালায়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত চট্রগ্রাম হতে ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা শুরু করে। এবং নিখোঁজের ৪৫ ঘন্টার পর নিখোঁজ হওয়া খালের ১ কিলোমিটার দূরে মরদেহ ভেসে উঠে।