টেকনাফের হ্নীলা আলফালাহ একাডেমির অ্যালামনাই এসোসিয়েশনের কার্যকরী পরিষদের ২য় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ (শনিবার) হ্নীলা আল ফালাহ মিলনায়তনে ব্যালেটের মাধ্যমে অ্যালামনাই এসোসিয়েশনের এই নির্বাচন সম্পন্ন হয়েছে।
ভোট গ্রহন শেষে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা: আবু বকর আল মামুনের সঞ্চালনায় ইফতার সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আলফালাহ একাডেমি পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক জহির আহমদ, প্রধান শিক্ষক নূরুল হোছাইন ছিদ্দিকী, সহকারী প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ রফিক, এসোসিয়েশনের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক, ডা: রফিকুল ইসলাম এবং সাইফুল্লাহ মানসুর।
২০২৫ -২৬ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন আলমগীর সালাম পুলক, সেক্রেটারি এড. আনিসুর রহমান, ট্রেজারার শাহাব উদ্দিন বাবলু, দপ্তর সম্পাদক মুহিত কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাইমুর রহমান। কার্যকরী পরিষদের সদস্য আবদুল্লাহ আল নোমান (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট), ডা: রফিকুল ইসলাম, সায়েম সিকদার, সাইফুল্লাহ মানসুর, জান্নাতুল ফেরদৌস এবং মর্জিয়া আকতার। নির্বাচিত সদস্যগণ কর্তৃক দুজন মনোনীত সদস্য হন সদ্য সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক ও সাবেক সেক্রেটারি ডা: আবু বকর আল মামুন।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন মুসা কলিমুল্লাহ, মমতাজুল ইসলাম মনু ও মোহাম্মদ সেলিম উদ্দিন। পুলিং এজেন্ট হিসেবে ছিলেন আল ফালাহ একাডেমির শিক্ষক মুরাদ হোসেন ও আনোয়ারুল ইসলাম সিফাত।