রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে গলাকেটে হত্যা করলো স্বামী।উখিয়ার কুতুপালং ক্যাম্প -২ ওয়েস্টে বুধবার (১১ জুন) রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানায়, পারিবারিক
কলহের জের ধরে রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টের সৈয়দ আলম (২৭) নামের এক যুবক তার স্ত্রী আয়েশা খাতুন (২৫)-কে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে।
নিহত আয়েশা খাতুন ও তার স্বামী সৈয়দ আলম উক্ত ক্যাম্পে বসবাস করতেন।রোহিঙ্গা
ছৈয়দ আলম আন্তর্জাতিক একটি সংস্থায় চাকরী করতেন বলে জানায় রোহিঙ্গারা।
পুলিশ জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিলো। বুধবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে সৈয়দ আলম ধারালো ছুরি দিয়ে স্ত্রী আয়েশার গলা কেটে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ও ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দেশীয় ছুরি জব্দ করা হয় বলে জানায় এপিবিএন।
পরে ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালিয়ে ঘাতক স্বামী ছৈয়দ আলমকে আটক করেছে ১৪ এপিবিএনের সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন জানান, ‘পারিবারিক কলহের জেরে রোহিঙ্গা নাগরিক ছৈয়দ আলম তার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় ওসি।