বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা মানিক (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার রাত সাড়ে ১১টায় ঢাকায় ইব্রাহীম মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
সোমবার (২৬ মে) জোহরবাদ গোপালগঞ্জ কোর্ট মসজিদ প্রাঙ্গণে শামসুল হুদা মানিকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
পরে বাদ আসর রাবেয়া খাতুন হাফিজিয়া মাদরাসার মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় জানাজার নামাজ।
এদিকে এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ডাকনাম একই হওয়ায় অনেকেই মনে করেছেন কারাগারে থাকা আলোচিত সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন।
তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে তিনি সুস্থ আছেন। এছাড়াও তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ‘ডিভিশন’ পেয়েছেন, তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।