রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে বাস করছে হাজারো স্থানীয় পরিবার। রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশি এসব স্থানীয়দের দুর্ভোগের শেষ নেই।
পরিবার নিয়ে উপজেলার পালংখালী ইউনিয়নের ১১ নং রোহিঙ্গা ক্যাম্পে আগে থেকেই বাস করেন স্থানীয় বাসিন্দা ইউসুফ। তার ঘর ভেঙ্গে দিয়েছেন ক্যাম্প ইনচার্জ সানোয়ার হোসেন।
দুই রোহিঙ্গা মাঝির হুমকিতে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা ইউসুফের অভিযোগ, মাঝিদের ঘর বিক্রি করতে সুযোগ না দেওয়ায় সিআইসি তার উপর ক্ষিপ্ত ছিলেন। তিনি ও তার স্ত্রী এঘটনায় উপযুক্ত বিচার চেয়ে ক্ষতিপূরণ দাবী করেছেন।
স্থানীয় চেয়ারম্যান জানান, কাঁটাতারের ভেতরে বাস করা স্থানীয়দের উচ্ছেদের ষড়যন্ত্র চলছে এবিষয়ে যৌক্তিক পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তিনি।
স্থানীয়কে উচ্ছেদের বিষয়টি স্বীকার সিআইসি সানোয়ার হোসেন দাবী করেন ভূমিধ্বসের ঝুঁকি থাকায় ঘরটি ভেঙ্গে ফেলা হয়েছে। অথচ সরজমিনে দেখা যায় সেখানে পাহাড় কাটা হয়নি।
এবিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়।