কক্সবাজারে রামু উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে কঠিন চীবর দান।
শনিবার ভিক্ষু সংঘ ও বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত এ উৎসবে দিনভর ছিল কল্পতরু ও কঠিন পরিক্রমা, ৪৯টি বুদ্ধমূর্তি উৎসর্গ, ভিক্ষু সংঘের পিন্ডদান,সমবেত প্রার্থনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান।
দুই পর্বের ধর্মীয় অনুষ্ঠানের প্রথম পর্বে সকালে উখিয়া ভিক্ষু সমিতির সভাপতি ধর্মপাল মহাথেরো এবং বিকেলে দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন শ্রীকুল মৈত্রী বিহারের অধ্যক্ষ ভদন্ত বিজয় রক্ষিত মহাথেরো।
এতে ভূবন শান্তি ১০০ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তি ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালক ভদন্ত করুণাশ্রী মহাথেরো, সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া,প্রধান ব্রতী রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: উত্তম কুমার বড়ুয়া বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাসহ অসংখ্য দায়ক-দায়িকা উপস্থিত ছিলেন।
তিন মাস বর্ষাবাসের পর প্রবারণা পূর্ণিমা পালনের মধ্য দিয়ে ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্র প্রদানের মাসব্যাপী এই কঠিন চীবর দান উৎসব।
নিজস্ব প্রতিবেদক : 

























