জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, ছাত্রশিবিরের প্রতিদিনের ইফতারে তিন লাখ টাকা খরচ হয়। সেই হিসেবে ৩০ দিনে ৯০ লাখ টাকা খরচ হবে। আমরা জানতে চাই শিবিরের এই অর্থের উৎস কোথায়? আাজ শুক্রবার (৭ মার্চ) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির ‘ধনী’ ব্যক্তিদের অর্থায়নের প্রসঙ্গ টেনে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, গতকাল রয়টার্সের নিউজে দেখলাম জাতীয় নাগরিক পার্টিতে বাংলাদেশের ধনী ব্যক্তিরা অর্থায়ন করছেন। এই অর্থের বিনিময়ে তারা কী ধরনের কমিটমেন্ট নিয়েছেন, ছাত্রদল তা জানতে চায়।
নাছির উদ্দিন নাছির বলেন, নতুন দল গঠনের ক্ষেত্রে আমরা কোনো নতুনত্ব দেখছি না। তাদের নেতৃত্ব বাছাই, অর্থ সংগ্রহ, ফরেন পলিসি কি হবে এটা নিয়ে কোনো দিক নির্দেশনা পাইনি।
ছাত্রশিবিরের ইফতার পার্টি সম্পর্কে সংগঠনের সভাপতির বক্তব্যের প্রসঙ্গ টেনে নাসির বলেন, ছাত্রশিবিরের সভাপতি বলেছেন তাদের প্রতিদিনের ইফতারে তিন লাখ টাকা খরচ হয়। সেই হিসেবে ৩০ দিনে ৯০ লাখ টাকা খরচ হবে। আমরা জানতে চাই শিবিরের এই টাকার উৎস কোথায়?
ছাত্রদলের সভাপতি রাকিকুল ইসলাম রাকিবসহ সংবাদ সম্মেলনে সংগঠনের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন।