কক্সবাজার সরকারি কলেজে প্রথমবার বসন্ত উৎসব করেছে দেশের বৃহত্তম গণ সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আয়োজন জুড়ে ছিলো গান, নৃত্য, কবিতা। এসময় শিল্পীদের সৃজনশীল পরিবেশনায় মুখরিত হয়ে উঠে কলেজ ক্যাম্পাস। যেখানে কলেজের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠান উপভোগ করেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় কলেজের উন্মুক্ত মঞ্চে শুরু হয় বসন্ত উৎসবের আয়োজন।
উদীচী কক্সবাজার সরকারি কলেজ শাখার আহ্বায়ক মাসফিকুর রহমান তায়েফের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উদীচী কক্সবাজার জেলা সংসদের ল সহ-সভাপতি ছোটন দাশ, সাধারণ সম্পাদক সৌরভ দেব, সাংগঠনিক সম্পাদক মো. আবছার, সদস্য আব্দুর রশিদ মানিক সহ অনেকে।
এসময় আহ্বায়ক মাসফিকুর রহমান তায়েফ এবং সদস্য সচিব তানভীর কাসেম অনিক জানান, ২৪ এর অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে কক্সবাজার কলেজে তেমন কোন সাংস্কৃতিক আয়োজন হয়নি। এ বসন্তে বহুত্ববাদের সুর নির্মাণের বার্তা ছড়িয়ে দিতেই তাদের এই আয়োজন।