কক্সবাজার আইন কলেজের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের বরণ করে নিলেন কক্সবাজার আইন কলেজ স্টুডেন্টস্ ফোরামের সকল সদস্যরা। ২৩ ফেব্রুয়ারি,রবিবার সন্ধ্যায় কলেজ হলরুমে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। এসময় কক্সবাজার আইন কলেজ স্টুডেন্টস্ ফোরামের সদস্যরা বক্তব্য রাখেন। বক্তব্যে ফোরামের সভাপতি ফাহিমুর রহমান বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে হলে শ্রেনীকক্ষে নিয়মিত উপস্থিত থেকে পাঠদানে নিজেকে মনোনিবেশ করতে হবে। তার ব্যতিক্রম হলে নিদিষ্ট লক্ষে পৌঁছানো সহজ হবে না। সাধারণ সম্পাদক নুরুল ইসলাম তাঁর স্বাগত বক্তব্যে নবীন শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার পাশাপাশি মাননিক এবং সেবাধর্মী কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে কমিটির সদস্যরা কলেজ অধ্যক্ষ
এডভোকেট মোঃ সিরাজ উল্লাহ’র সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, সভাপতি ফাহিমুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। সহ সভাপতি যথাক্রমে তৌফিকুল ইসলাম লিপু এবং সাজিয়া আফরিন চৌধুরী তারজিন।
যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মুহাম্মদ আবু হুরায়রা ও সালমা নূর। সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সহ সাংগঠনিক সম্পাদক নেওয়াজ মোর্শেদ রাশেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এহেছানুল করিম, অর্থ সম্পাদক শাহ আজিজুল হাকিম, আইন বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ রশিদ, নির্বাহী সদস্য যথাক্রমে, বিকাশ কান্তি রুদ্র, মোবারক হোসাইন, মুবিনুল ইসলাম, ফারুক আযম, মোঃ মোরশেদ আলম এবং ছাত্রদের মধ্যে জাকির হোসেন, শামসুল আলম, লুৎফুর রহমান উপস্থিত ছিলেন।