কক্সবাজারে ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবে যমুনা টেলিভিশন পেশাদারিত্ব বজায় রাখার ক্ষেত্রে যে দৃঢ়তা দেখিয়েছেন, আগামী দিনেও একটি শোষনমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নতুন ভাবে যে সংস্কার চলছে তাতেও যমুনা টেলিভিশন অতীতের মতো ভূমিকা রাখবে এ প্রত্যাশা থাকবে।
তিনি বলেন, কক্সবাজারে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যটকরা সন্তুষ্ট। এই সন্তুষ্টির পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা অপরিসীম। তবে, শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, সবার কিছু দায়িত্ব রয়েছে। সবাইকে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে, পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে তারজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন, পৃথিবীর বহু দেশে সমুদ্র সৈকত রয়েছে। কিন্তু, কক্সবাজারের মতো এতো বড় সমুদ্র সৈকত কোথাও নেই। আমাদের ১০৫ কিলোমিটার সমুদ্র সৈকতে অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
রোববার কক্সবাজারে যমুনা টেলিভিশনের ১১ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশে যত টাকার উন্নয়ন করেছে তারই বেশি টাকা লুট করেছে। তারা ক্ষমতায় থাকাকালে রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে দেশের ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে। তিনি বলেন পৃথিবীর কোথাও এ নজির আছে কিনা নিজ দেশকে পথে বসিয়ে এই আওয়ামী লীগের মত এত টাকা পাচার কারার রেকর্ড। ধর্ম উপদেষ্টা ড আ ফ ম খালিদ হোসেন বলেন আন্তর্বতীকালিন সরকার সেই পাচার হওয়া টাকা ফেরত আনতে উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন সময় যেহেতু কম তবুও সরকার চেষ্টা করছে যত সম্ভব সেই টাকা ফেরত আনতে।
প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে, মানুষের মধ্যে প্রত্যাশা জেগেছে রাজনীতিতে পরিবর্তন আসবে। তিনি বলেন, আমাদের সংস্কার, বিচার, তারপর যে জাতীয় ও স্থানীয় নির্বাচনের কথা রয়েছে এক্ষেত্রে যমুনা টেলিভিশনসহ সকল গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা।
কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে সাংবাদিক এম আর মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন , যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট এহসান আল কুতুবী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, র্যাব ১৫ এর অধিনায়ক লে: কর্ণেল কামরুল হাসান, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আবদুল খালেক নিজামী, এবি পার্টির কেন্দ্রীয় নেতা সাংবাদিক শামসুল হক শারেক, লবণ চাষী নেতা এডভোকেট সাহাব উদ্দিন, সাংবাদিক নেতা এম আর খোকন,ছাত্র প্রতিনিধি রিয়াদ মণি ও জিনিয়া শারমিন ও শ্রমিক নেতা সাইফুল ইসলামসহ আরো অনেকেই। পরে অতিথিরা যমুনা টেলিভিশনের জন্মদিনের কেক কাটেন।
এ-র আগে বর্ণাঢ্য আয়োজন উপলক্ষে একটি র্যালী শহরের হোটেল মোটেল এলাকা ঘুরে লাবনী পয়েন্টে এসে শেষ হয়ে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র ও সাধারণ জনতা শুভ শুভ শুভ দিন, যমুনা টেলিভিশনের জন্ম দিনসহ বিভিন্ন শ্লোগানে মুখরিত করে।