ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়কে প্রাণ গেলো দুই যুবকের কক্সবাজারে ৫ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শাস্তি দাবি করে সাংবাদিক সংসদের নিন্দা জলকেলি উৎসবে সাংবাদিকদের ওপর হামলা: কক্সবাজার মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ কক্সবাজারে ‘মাহা সাংগ্রেং পোওয়ে’ শুরু কক্সবাজারের শাহেদা রিপা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে যাচ্ছেন কাতার মহেশখালীতে টিআর প্রকল্পের সড়ক উন্নয়ন কাজে চরম অনিয়ম কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ কাজ শেষ হবে ‘২৭ এর ডিসেম্বরে রোহিঙ্গা ক্যাম্পে আইওএমে’র ওয়্যার হাউজ থেকে বনের কাঠ জব্দ বাফুফে অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল লীগে কক্সবাজার ও চট্টগ্রামের শুভ সূচনা আলীকদমে বৈসাবী উৎসব – নিরাপত্তা ও অর্থ সহায়তা দিয়ে পাশে বিজিবি কর্তার ইশারায় চলে উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি! মহেশখালীতে রশিদ হত্যা: জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন উখিয়ায় ধান খেত থেকে হাতি তাড়াতে গিয়ে আক্রমণের শিকার কৃষকের মৃত্যু ইসিএ এলাকা থেকে ৬ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করলেন উখিয়ার এসিল্যান্ড উখিয়ায় ধান খেত থেকে হাতি তাড়াতে গিয়ে আক্রমণের শিকার কৃষকের মৃত্যু

ওয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সম্প্রীতির অনুষ্ঠান

কক্সবাজারের টেকানাফের হ্নীলার ওয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সাবেক ফুটবলার, শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজন এলাকায় নতুন করে সম্প্রীতির বন্ধন গড়ে তোলে বলে জানান স্থানীয়রা।

মঙ্গলবার (১এপ্রিল) বিকেলে হ্নীলা ফুটবল মাঠে এই খেলার আয়োজন করা হয়।

একদিকে হ্নীলার সোনালী অতীত ফুটবল দল, যেখানে খেলেছেন এলাকার প্রবীণ ফুটবলার থেকে শুরু করে বর্তমান প্রজন্মের অনেকে। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় অন্য দলটি। এই ম্যাচের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করা।

প্রধান অতিথির বক্তব্যে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম বলেন, আমার জন্মভূমি ওয়াব্রাং থেকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অসংখ্য মেধাবী শিক্ষার্থী গড়ে উঠেছে। তাদের সবাইকে আজ এক মাঠে দেখে আমি গর্বিত।

এলাকার প্রবীণরা বলেন ৫৪ বছর বয়সী ফুটবলারদের মাঠে নামতে দেখেছি, সন্তানরা আবার এক হয়েছে। এমন আয়োজন আগে কখনো দেখিনি। আমরা চাই, প্রতিবছর এই অনুষ্ঠান যেন হয়।

ওয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইলিয়াস মিন্টু জানান, “আমরা শুধু খেলাধুলাই নয়, মাদকমুক্ত সমাজ গঠন ও শিক্ষার প্রসারে কাজ করি। এই ক্লাব থেকে ইতিমধ্যে জাতীয় ও বিভাগীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ন্যাশনাল জুডো চ্যাম্পিয়ন রিয়াজ উদ্দিন বলেন, আজকের দিনটি আমার জীবনের সেরা মুহূর্তগুলোর একটি। এই ক্লাব এবং এলাকার মানুষ আমাকে যা দিয়েছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সড়কে প্রাণ গেলো দুই যুবকের

This will close in 6 seconds

ওয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সম্প্রীতির অনুষ্ঠান

আপডেট সময় : ১১:৩৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫

কক্সবাজারের টেকানাফের হ্নীলার ওয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সাবেক ফুটবলার, শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজন এলাকায় নতুন করে সম্প্রীতির বন্ধন গড়ে তোলে বলে জানান স্থানীয়রা।

মঙ্গলবার (১এপ্রিল) বিকেলে হ্নীলা ফুটবল মাঠে এই খেলার আয়োজন করা হয়।

একদিকে হ্নীলার সোনালী অতীত ফুটবল দল, যেখানে খেলেছেন এলাকার প্রবীণ ফুটবলার থেকে শুরু করে বর্তমান প্রজন্মের অনেকে। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় অন্য দলটি। এই ম্যাচের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করা।

প্রধান অতিথির বক্তব্যে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম বলেন, আমার জন্মভূমি ওয়াব্রাং থেকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অসংখ্য মেধাবী শিক্ষার্থী গড়ে উঠেছে। তাদের সবাইকে আজ এক মাঠে দেখে আমি গর্বিত।

এলাকার প্রবীণরা বলেন ৫৪ বছর বয়সী ফুটবলারদের মাঠে নামতে দেখেছি, সন্তানরা আবার এক হয়েছে। এমন আয়োজন আগে কখনো দেখিনি। আমরা চাই, প্রতিবছর এই অনুষ্ঠান যেন হয়।

ওয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইলিয়াস মিন্টু জানান, “আমরা শুধু খেলাধুলাই নয়, মাদকমুক্ত সমাজ গঠন ও শিক্ষার প্রসারে কাজ করি। এই ক্লাব থেকে ইতিমধ্যে জাতীয় ও বিভাগীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ন্যাশনাল জুডো চ্যাম্পিয়ন রিয়াজ উদ্দিন বলেন, আজকের দিনটি আমার জীবনের সেরা মুহূর্তগুলোর একটি। এই ক্লাব এবং এলাকার মানুষ আমাকে যা দিয়েছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।