ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় ২৯ এপ্রিল ঘুর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া ও টেকসই বেড়িবাঁধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত রাখাইন রাজ্যে ‘মানবিক করিডোর’ বিষয়ে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব ২৯ এপ্রিলকে স্মরণে রাখতে জাতীয় দূর্যোগ প্রতিরোধ দিবস দাবীতে কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্সের বিবৃতি ভয়াল ২৯ এপ্রিলে কক্সবাজারে মানববন্ধন ও কাঁপনের কাপড় পরে অবস্থান কর্মসূচি থেকে টেকসই বেড়িবাঁধ-ফেরির দাবি ২৯ এপ্রিলকে জাতীয় বিপদাপন্ন ও দুর্যোগ প্রতিরোধ দিবস ঘোষণার দাবী কসউবি প্রাক্তনীদের আজ ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন ঈদগাঁও’র পোকখালীতে বজ্রপাতে এক লবন শ্রমিকের মৃত্যু ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে ভার্সিটি পড়ুয়া মেয়ের আকুতি. মহেশখালীর কালারমারছড়ায় পুনরায় পুলিশ ফাঁড়ির অনুমোদন লবণের ন্যায্যমূল্যের দাবীতে শিল্প উপদেষ্টা বরাবর সাবেক এমপি আলমগীর ফরিদের স্মারকলিপি প্রদান ঢাকার যুবদল নেতা হত্যা মামলায় জাফর কারাগারে সেন্টমার্টিনে অসহায় মানুষের জন্য কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা কক্সবাজারে কিডনি ডায়ালাইসিস সেন্টারের দাবিতে মানববন্ধন— দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি “একজন মানুষের জন্ম মৃত্যু আমাদের হাতে, তাহলে আমরাই কেন নির্যাতনের শিকার হবো?” বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম : হাসনাত

এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কারই বেশি দরকার: অর্থ উপদেষ্টা

রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে যেসব সংস্কার কার্যক্রম চলছে, তার মধ্যে অর্থনৈতিক সংস্কারকে বর্তমান বাস্তবতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠেকছে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে।

তার ভাষ্যে, “সবচেয়ে বড় কথা আমরা সকলে সংস্কার নিয়ে কথা বলছি। এই রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, ইলেকশন প্রসিডিউর।

“তবে আমি মনে করি, এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার অর্থনৈতিক দিকনির্দেশনা ও সংস্কার। আইনকানুন দিয়ে সঠিক ব্যবহার করতে হবে। সিস্টেম আছে, সেটা আমরা ঠিক মত ব্যবহার করতে পারছি না।”

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রোববার জাতীয় রাজস্ব বোর্ডে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন সালেহউদ্দিন আহমেদ।

রাজস্ব আহরণে কর্মকর্তারা যাতে পেশাদারত্বর পরিচয় দেন, সেই আহ্বান জানিয়ে তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে কাস্টমসকে অনুরোধ- রাজস্ব আহরণে সহযোগিতা করতে। জোর করে যদি টাকা পয়সা আদায় করবেন না।

“দেনা আদায়ের ক্ষেত্রে কোনো রকম বেআইনি ও অযৌক্তিক কোনো চাহিদা করা যাবে না। এমনকি অফিসের টেবিলের নিচে অযৌক্তিক কোনো চাহিদা করা যাবে না। তাই আমি আশা করি, ব্যবসায়ে সহযোগিতা করবেন।”

সালেহউদ্দিন আহমেদ বলেন, “রাজস্ব বোর্ড যে শুধু সুযোগ-সুবিধা দিবে বিষয়টি এমন না; আর ব্যবসায়ের দিকে নানা রকম প্রতিবন্ধকতা রয়েছে, তাদেরও কিছু দায়িত্ব পালন করতে হবে।”

তিনি বলেন, “ব্যবসায়ীরা চান সরকারকে ভ্যাট-ট্যাক্স দেওয়া হলে ব্যবসা করার জন্য পরিবেশ সহজ করবে। তবে এখানেই আমরা দেখতে পারি অনেক সময় ঘাটতি থাকে।”

অর্থ উপদেষ্টা বলেন, “পৃথিবীর সব দেশের ব্যবসায়ীরা দাবি করেন যে- ট্যাক্স এত দিচ্ছে; ট্যাক্স যে নেওয়া হচ্ছে তাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আরেকজনের শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নে কাজে লাগবে।”

তিনি বলেন, “বাংলাদেশ রাজস্ব আদায় ও ব্যয়ের ব্যবস্থাপনায় মোটামুটি এগিয়ে আছে। তবে এখনো প্রক্রিয়া ও প্রযুক্তির দিক দিয়ে আমরা পিছিয়ে আছি, এসব বিষয় টের পাওয়া যাচ্ছে।

“এখন সময় বেশি নেই। আমাদেরকে আধুনিক যুগে প্রবেশ করতে হবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় ২৯ এপ্রিল ঘুর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া ও টেকসই বেড়িবাঁধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

This will close in 6 seconds

এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কারই বেশি দরকার: অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ১০:৫৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে যেসব সংস্কার কার্যক্রম চলছে, তার মধ্যে অর্থনৈতিক সংস্কারকে বর্তমান বাস্তবতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠেকছে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে।

তার ভাষ্যে, “সবচেয়ে বড় কথা আমরা সকলে সংস্কার নিয়ে কথা বলছি। এই রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, ইলেকশন প্রসিডিউর।

“তবে আমি মনে করি, এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার অর্থনৈতিক দিকনির্দেশনা ও সংস্কার। আইনকানুন দিয়ে সঠিক ব্যবহার করতে হবে। সিস্টেম আছে, সেটা আমরা ঠিক মত ব্যবহার করতে পারছি না।”

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রোববার জাতীয় রাজস্ব বোর্ডে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন সালেহউদ্দিন আহমেদ।

রাজস্ব আহরণে কর্মকর্তারা যাতে পেশাদারত্বর পরিচয় দেন, সেই আহ্বান জানিয়ে তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে কাস্টমসকে অনুরোধ- রাজস্ব আহরণে সহযোগিতা করতে। জোর করে যদি টাকা পয়সা আদায় করবেন না।

“দেনা আদায়ের ক্ষেত্রে কোনো রকম বেআইনি ও অযৌক্তিক কোনো চাহিদা করা যাবে না। এমনকি অফিসের টেবিলের নিচে অযৌক্তিক কোনো চাহিদা করা যাবে না। তাই আমি আশা করি, ব্যবসায়ে সহযোগিতা করবেন।”

সালেহউদ্দিন আহমেদ বলেন, “রাজস্ব বোর্ড যে শুধু সুযোগ-সুবিধা দিবে বিষয়টি এমন না; আর ব্যবসায়ের দিকে নানা রকম প্রতিবন্ধকতা রয়েছে, তাদেরও কিছু দায়িত্ব পালন করতে হবে।”

তিনি বলেন, “ব্যবসায়ীরা চান সরকারকে ভ্যাট-ট্যাক্স দেওয়া হলে ব্যবসা করার জন্য পরিবেশ সহজ করবে। তবে এখানেই আমরা দেখতে পারি অনেক সময় ঘাটতি থাকে।”

অর্থ উপদেষ্টা বলেন, “পৃথিবীর সব দেশের ব্যবসায়ীরা দাবি করেন যে- ট্যাক্স এত দিচ্ছে; ট্যাক্স যে নেওয়া হচ্ছে তাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আরেকজনের শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নে কাজে লাগবে।”

তিনি বলেন, “বাংলাদেশ রাজস্ব আদায় ও ব্যয়ের ব্যবস্থাপনায় মোটামুটি এগিয়ে আছে। তবে এখনো প্রক্রিয়া ও প্রযুক্তির দিক দিয়ে আমরা পিছিয়ে আছি, এসব বিষয় টের পাওয়া যাচ্ছে।

“এখন সময় বেশি নেই। আমাদেরকে আধুনিক যুগে প্রবেশ করতে হবে।”