ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্বৈত বার্তা: বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘের কূটনৈতিক রহস্য মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ফোরকান চমেকে মারা গেছেন সড়ক অবরোধ, ১ ঘন্টা পর স্বাভাবিক যান চলাচল কানের দুলের জন্যে প্রাণ কেড়ে নিলো কন্যা শি’শুর! শিক্ষকের মর্যাদা, শিক্ষার মান- দুটোই হোক সর্বোচ্চ অগ্রাধিকার সব প্রস্তুতি নিয়েও যেকারণে আন্তর্জাতিক ফ্লাইটে দেরি কক্সবাজার বিমানবন্দর ‘কুকুর’ ধরলো রাজমিস্ত্রীর ইয়াবা টেকনাফে মানব পাচারে ‘জিরো টলারেন্স’ বলছে বিজিবি পালংখালী জামায়াতের কর্মী সমাবেশে জেলা আমীর আনোয়ারী-ষড়যন্ত্র মোকাবেলা করে দাঁড়ি পাল্লার বিজয়ে ঐক্যবদ্ধ হোন টেকনাফে ১৪ মামলার পলাতক আসামী মুন্না র‍্যাবের হাতে গ্রেফতার বিএফইউজে’র নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র কমিটি অনুমোদন কক্সবাজার সৈকতে ‘লোক সমুদ্র’ ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়নে কক্সবাজারে ৫টি যুদ্ধজাহাজ মোতায়েন নৌবাহিনীর নারী নেতৃত্বকে জাতির গৌরব বললেন লুৎফুর রহমান কাজল কুতুবদিয়া প্রেসক্লাবের সভায় বক্তারা: ‎কুতুবদিয়ার অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের বিকল্প নেই ‎

নী‌লিমা আকতার চৌধুরীর আর্ন্তজা‌তিক পুরুস্কারের জন্য মনোনীত

 

কক্সবাজা‌রের সাগরকন‌্যা খ‌্যাত নী‌লিমা আকতার চৌধুরীর আর্ন্তজা‌তিক IWEC – International Economic Empowerment Program for Women এ‌্যাওয়ার্ডের জন‌্য নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

International Women’s Entrepreneurial Challenge Foundation (IWEC Foundation) ফাউন্ডেশন হল মহিলাদের জন্য একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ক্ষমতায়ন কর্মসূচি যা ২০০৭ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহায়তায় গঠিত হয়েছিল। IWEC সংস্থার বর্তমান চেয়ারপারসন Ms. Ibukun Awosika, Chairwoman, IWEC Foundation, New York, NY 10028, www.iwecfoundation.org ই‌মে‌ই‌লের বরাত দি‌য়ে ব‌্যক্তিগতভা‌বে অভিনন্দন ও এই সন্মানজনক পুরস্কা‌রের জন‌্য নির্বা‌চিত হওয়ার বিষয়‌টি ঘোষনা দি‌য়ে‌ছেন এবং পাশাপ‌শি চট্টগ্রামস্থ চট্টগ্রাম ও‌মেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডা‌ষ্ট্রিজ্স CWCCI কে ধন‌্যবাদ জা‌নি‌য়ে‌ছেন । উক্ত সন্মানজনক পুরস্কার ও প্রাইজমা‌নি গ্রহ‌ণের জন‌্য নী‌লিমা আকতার চৌধুরী‌কে বা‌র্সিলোনা, স্পে‌নের যাওয়ার আমন্ত্রন জানানা হয়।

IWEC ফাউন্ডেশন হল মহিলাদের জন্য একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ক্ষমতায়ন কর্মসূচি যা ২০০৭ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহায়তায় গঠিত হয়েছিল। এটি ডিজাইন করা হয়েছে বিশ্বব্যাপী চেম্বার অফ কমার্সের অংশগ্রহণের মাধ্যমে সফল মহিলা ব্যবসায়ীদের জন্য একটি বিশ্বব্যাপী ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলা, যা তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার অর্জন এবং সম্প্রসারণে সহায়তা করবে। পররাষ্ট্র দপ্তর ছাড়াও, এর প্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছে বার্সেলোনা চেম্বার অফ কমার্স, ম্যানহাটন চেম্বার অফ কমার্স (MCC), নয়াদিল্লিতে FICCI/FLO চেম্বার। প্রাথমিক পর্যায় থেকেই, মার্কিন পররাষ্ট্র দপ্তর আমাদের নেটওয়ার্কে আফ্রিকান মহিলাদের অন্তর্ভুক্তির সমর্থন করে IWEC-এর আন্তর্জাতিক পরিধি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

২০০৭ সাল থেকে শুরু করে,বার্ষিক সম্মেলনগুলি বার্সেলোনা, নিউ ইয়র্ক, নয়াদিল্লি, কেপ টাউন, লিমা, স্টকহোম, ইস্তাম্বুল, ব্রাসেলস, সিয়াটল, সাংহাই, মাদ্রিদ এবং ইতালির তুরিনে অনুষ্ঠিত হয়েছে।

IWEC বিশ্বব‌্যাপ‌ি ম‌হিলাদের সম্মানিত করার ল‌ক্ষ্যে কাজ ক‌র‌ছেন যারা সমাজ বি‌র্নিমা‌নে, মান‌বিক কার্যক্রমের পাশাপা‌শি ব্যবসা ও আত্ম‌নির্ভরশীলতার সর্বোচ্চ মান অর্জন করেছেন এবং তাদের বিশ্বব্যাপী প্রচারণার মাধ্যমে তাদের কোম্পানিগুলিকে প্রসারিত করেছেন। এখন পর্যন্ত বিশ্বের (৪৮টি দেশ) ৫৩৮ জন পুরষ্কারপ্রাপ্তকে সম্মানিত করা হ‌য়ে‌ছে যারা সকল শিল্প খাতের প্রতিনিধিত্ব করেন। এবং এই সম্মেলনে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, মধ্যপ্রাচ্য, ইন্দোনেশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা, চীন এবং তিনটি আফ্রিকান দেশের ম‌হিলাদের সহ আরও সফল ম‌হিলা ব্যবসায়ীদের সম্মানিত করা হ‌বে ব‌লে জানা‌নো হ‌য়ে‌ছে।

উ‌ল্লেখ‌্য যে, জাতীয় ও একা‌ধিক আর্ন্তজা‌তিক পদক প্রাপ্ত বেসরকারী সমাজ উন্নয়নমুলক সংস্থা অগ্রযাত্রার প্রতিষ্ঠাতা সভাপ‌তি নী‌লিমা আকতার চৌধুরী ই‌তিপূ‌র্বে ০৬ বার জাতীয় ও কমনও‌য়েলথ পদক‌ে ভূষিত হ‌য়ে‌ছেন এবং সমাজ‌ ও মান‌বিক সেবার পাশাপা‌শি একজন সফল উ‌দ্যোক্তা যার নেতৃ‌ত্বে কক্সবাজার ও চট্টগ্রা‌মের ০৫ লক্ষা‌ধিক প্রা‌ন্তিক, হত দরিদ্র, ব‌ঞ্চিত ম‌হিলা স্বাবলম্বী হ‌য়ে‌ছেন ও বি‌ভিন্ন সহায়তা প্রাপ্ত হ‌য়ে‌ছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দ্বৈত বার্তা: বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘের কূটনৈতিক রহস্য

This will close in 6 seconds

নী‌লিমা আকতার চৌধুরীর আর্ন্তজা‌তিক পুরুস্কারের জন্য মনোনীত

আপডেট সময় : ০৮:০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

 

কক্সবাজা‌রের সাগরকন‌্যা খ‌্যাত নী‌লিমা আকতার চৌধুরীর আর্ন্তজা‌তিক IWEC – International Economic Empowerment Program for Women এ‌্যাওয়ার্ডের জন‌্য নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

International Women’s Entrepreneurial Challenge Foundation (IWEC Foundation) ফাউন্ডেশন হল মহিলাদের জন্য একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ক্ষমতায়ন কর্মসূচি যা ২০০৭ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহায়তায় গঠিত হয়েছিল। IWEC সংস্থার বর্তমান চেয়ারপারসন Ms. Ibukun Awosika, Chairwoman, IWEC Foundation, New York, NY 10028, www.iwecfoundation.org ই‌মে‌ই‌লের বরাত দি‌য়ে ব‌্যক্তিগতভা‌বে অভিনন্দন ও এই সন্মানজনক পুরস্কা‌রের জন‌্য নির্বা‌চিত হওয়ার বিষয়‌টি ঘোষনা দি‌য়ে‌ছেন এবং পাশাপ‌শি চট্টগ্রামস্থ চট্টগ্রাম ও‌মেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডা‌ষ্ট্রিজ্স CWCCI কে ধন‌্যবাদ জা‌নি‌য়ে‌ছেন । উক্ত সন্মানজনক পুরস্কার ও প্রাইজমা‌নি গ্রহ‌ণের জন‌্য নী‌লিমা আকতার চৌধুরী‌কে বা‌র্সিলোনা, স্পে‌নের যাওয়ার আমন্ত্রন জানানা হয়।

IWEC ফাউন্ডেশন হল মহিলাদের জন্য একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ক্ষমতায়ন কর্মসূচি যা ২০০৭ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহায়তায় গঠিত হয়েছিল। এটি ডিজাইন করা হয়েছে বিশ্বব্যাপী চেম্বার অফ কমার্সের অংশগ্রহণের মাধ্যমে সফল মহিলা ব্যবসায়ীদের জন্য একটি বিশ্বব্যাপী ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলা, যা তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার অর্জন এবং সম্প্রসারণে সহায়তা করবে। পররাষ্ট্র দপ্তর ছাড়াও, এর প্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছে বার্সেলোনা চেম্বার অফ কমার্স, ম্যানহাটন চেম্বার অফ কমার্স (MCC), নয়াদিল্লিতে FICCI/FLO চেম্বার। প্রাথমিক পর্যায় থেকেই, মার্কিন পররাষ্ট্র দপ্তর আমাদের নেটওয়ার্কে আফ্রিকান মহিলাদের অন্তর্ভুক্তির সমর্থন করে IWEC-এর আন্তর্জাতিক পরিধি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

২০০৭ সাল থেকে শুরু করে,বার্ষিক সম্মেলনগুলি বার্সেলোনা, নিউ ইয়র্ক, নয়াদিল্লি, কেপ টাউন, লিমা, স্টকহোম, ইস্তাম্বুল, ব্রাসেলস, সিয়াটল, সাংহাই, মাদ্রিদ এবং ইতালির তুরিনে অনুষ্ঠিত হয়েছে।

IWEC বিশ্বব‌্যাপ‌ি ম‌হিলাদের সম্মানিত করার ল‌ক্ষ্যে কাজ ক‌র‌ছেন যারা সমাজ বি‌র্নিমা‌নে, মান‌বিক কার্যক্রমের পাশাপা‌শি ব্যবসা ও আত্ম‌নির্ভরশীলতার সর্বোচ্চ মান অর্জন করেছেন এবং তাদের বিশ্বব্যাপী প্রচারণার মাধ্যমে তাদের কোম্পানিগুলিকে প্রসারিত করেছেন। এখন পর্যন্ত বিশ্বের (৪৮টি দেশ) ৫৩৮ জন পুরষ্কারপ্রাপ্তকে সম্মানিত করা হ‌য়ে‌ছে যারা সকল শিল্প খাতের প্রতিনিধিত্ব করেন। এবং এই সম্মেলনে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, মধ্যপ্রাচ্য, ইন্দোনেশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা, চীন এবং তিনটি আফ্রিকান দেশের ম‌হিলাদের সহ আরও সফল ম‌হিলা ব্যবসায়ীদের সম্মানিত করা হ‌বে ব‌লে জানা‌নো হ‌য়ে‌ছে।

উ‌ল্লেখ‌্য যে, জাতীয় ও একা‌ধিক আর্ন্তজা‌তিক পদক প্রাপ্ত বেসরকারী সমাজ উন্নয়নমুলক সংস্থা অগ্রযাত্রার প্রতিষ্ঠাতা সভাপ‌তি নী‌লিমা আকতার চৌধুরী ই‌তিপূ‌র্বে ০৬ বার জাতীয় ও কমনও‌য়েলথ পদক‌ে ভূষিত হ‌য়ে‌ছেন এবং সমাজ‌ ও মান‌বিক সেবার পাশাপা‌শি একজন সফল উ‌দ্যোক্তা যার নেতৃ‌ত্বে কক্সবাজার ও চট্টগ্রা‌মের ০৫ লক্ষা‌ধিক প্রা‌ন্তিক, হত দরিদ্র, ব‌ঞ্চিত ম‌হিলা স্বাবলম্বী হ‌য়ে‌ছেন ও বি‌ভিন্ন সহায়তা প্রাপ্ত হ‌য়ে‌ছেন।