পেকুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামীসহ পরোয়ানাভুক্ত ১০ আাসামীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ভোরে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, মগনামা ইউনিয়নের নাপিতারদিয়া এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলা নং ৯৮২/২৩ এর পরোয়ানাভুক্ত ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. আরকান (১৯), মো. ফোরকান (২১), আবদুল মোনাফ (৪৫), আবদুল খালেক (৪২), আবুল কালাম, আবুল হোসেন (৪৩) ও আবুল কাশেম (৪০)।
এছাড়া বাইম্যাখালী এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলা নং ৯১২/২৪ এর পরোয়ানাভুক্ত আসামি শামসুল আলমকে গ্রেফতার করেন।
অন্যদিকে উজানটিয়া ইউনিয়নের ষাট ধুনিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিআর ৩১৭/২৫ (সদর) মামলার পরোয়ানাভুক্ত আসামি ছাবের আহমদ (৬২)কে গ্রেফতার করেন।
এছাড়াও পৃথক অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় আসামি সেলিনা আক্তার (৪২)কে কক্সবাজার সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
পেকুয়া থানার ওসি জানায়, পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
পেকুয়া প্রতিনিধি: 






















