পেকুয়ায় পালিত হলো বিশ্ব মানবাধিকার দিবস । বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল পেকুয়া শাখার উদ্যোগ এ দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে সকাল ১০ টার দিকে পেকুয়া উপজেলা প্রেসক্লাব হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হিউম্যান এইড ইন্টারন্যাশনাল পেকুয়া শাখার সভাপতি সাংবাদিক জালাল উদ্দিন এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মনির উদ্দিন নজরুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি ইখতিয়ার উদ্দিন সজিব, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এম এ মুসা, শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল করিম, নারী বিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত পান্না ও সদস্য ফখরুদ্দীন রাজি।
এ সময় বক্তরা বলেন, সমাজে অপরাধ কর্মকাণ্ড দিনদিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। শিশু নির্যাতন থেকে শুরু করে নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, দখলবাজিতে ভরে গেছে দেশ। এ অপরাধ কমকান্ড মানবাধিকারের লঙ্ঘন। এসব বন্ধে জোরালো দাবি জানান বক্তারা।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে পেকুয়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে চৌমুহনী কলেজগেইটে এসে শেষ হয়।
অনুষ্ঠিত র্যালীতে মানবাধিকার কর্মী ছাড়াও উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, সাংবাদিক নাজিম উদ্দিন, সাংবাদিক রিয়াজ উদ্দিন, সাংবাদিক জুবাইদ, সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক মুহাম্মদ সাজিবসহ বিভিন্ন পেশার, শ্রেণীর মানুষ।
পেকুয়া প্রতিনিধি: 

























