পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম চৌধুরী মিন্টু এবং সাধারণ সম্পাদক জাফর আলম চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ১৪ই নভেম্বর ‘অগ্রযাত্রা প্রতিদিন’ নামক একটি অনলাইন পেইজ থেকে
পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম.বাহাদুর শাহ্, উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম চৌধুরী মিন্টু ও সাধারণ সম্পাদক জাফর আলম চৌধুরীকে নিয়ে একটি মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ প্রচার করে তাদের মানহানি করার চেষ্টা চালানো হয়। যার সাথে বাস্তবের কোন মিল নেই৷
উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক চৌধুরী পরিবারের সন্তান। পিতার উত্তরাধিকার সূত্রে প্রচুর জায়গাজমির মালিক বটে। সুতরাং অন্যের জায়গা দখল কিংবা চাঁদাবাজি করার প্রয়োজন অন্তত তাদের হবে না।
বিএনপি নেতারা বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে একটি পক্ষ উঠে পড়ে লেগেছে। বিএনপির এই জনপ্রিয়তা নষ্ট করার উদ্দেশ্যে মূলত এ বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ মিথ্যা সংবাদের বিরুদ্ধে আমরা দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণ করবো।
এসময় উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেড.এম. মুসলেম উদ্দিন, উপজেলা কৃষকদলের আহবায়ক আবু ছিদ্দিক রনি, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এম.ফরহাদ হোসেনসহ বিএনপি সিনিয়র পযার্য়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পেকুয়া প্রতিনিধি: 

























