চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলির বানিয়ারছড়ায় কাভার্ডভ্যান ও মিনি ট্রাকের সংঘর্ষে গাড়ির দুই চালক ও দুই হেলপারসহ চারজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে বানিয়ারছড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।এসময় মহাসড়কে প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকে যানচলাচল।
আহত ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বাইম্যাখোলা এলাকার মোঃ জুনায়েদ (৩০) ও হেলপার একই এলাকার আবদুল কাদেরের ছেলে মোহাম্মদ ইমন (১৭)।
জানাগেছে-সোমবার চট্টগ্রাম থেকে পণ্যসামগ্রী নিয়ে ফ্রেশ কোম্পানির কাভার্ডভ্যানটি কক্সবাজারে যাচ্ছিল। সন্ধ্যা সাতটার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়াস্থ হাইওয়ে পুলিশ স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায় এবং উভয় গাড়ির চালক ও হেলপার গুরুতর আহত হন।
চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।
সাইফুল ইসলাম সাইফ,চকরিয়া। 

























