কক্সবাজার শহরের সিটি সেন্টারে দুর্ধর্ষ চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬৫টি মোবাইল ফোন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা শহরের হোটেল মিয়ামি-৩ এ অভিযান চালিয়ে তাকে আটক করে কুমিল্লা থানা পুলিশ।
কুমিল্লা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল হক বলেন, “সিটি সেন্টারের দ্বিতীয় তলার ফয়সাল মোবাইল শপ থেকে সংঘবদ্ধ একটি চক্র মোবাইল চুরি করেছিল। তাদের তিন সদস্যের মধ্যে একজনকে গ্রেপ্তার করা গেছে। অন্য দুইজন পলাতক।”
তিনি আরও জানান, আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার স্বীকারোক্তি দিয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।