পান ব্যবসার আড়ালে চলতো অস্ত্র ব্যবসা। কক্সবাজারের চকরিয়ায় এমনই সংঘবদ্ধ অস্ত্রপাচারকারি চক্রের এক সদস্যকে দেশিয় তৈরী সাতটি বন্দুকসহ আটক করেছে র্যাব ও কোস্টগার্ড।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কক্সবাজারের র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, আটক আইয়ুব আলী চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সরলগ্রামের বাসিন্দা।
লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, অভিযানে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মিজ্জিরপাড়ার বাসিন্দা মুহাম্মদ সাইফুল ইসলাম নামের এক যুবককে হেফাজতে নেওয়া হলেও তার বিরুদ্ধে ঘটনায় এখনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।
কামরুল হাসান বলেন, রোববার সন্ধ্যায় মহেশখালী থেকে পান সরবরাহের আড়ালে গাড়ীযোগে সংঘবদ্ধ চক্রের সদস্যরা অস্ত্রের একটি চালান পাচারের খবর পায় র্যাব ও কোস্টগার্ড। পরে মহেশখালীর প্রবেশপথ বদরখালী স্টেশনে র্যাব ও কোস্টগার্ডের একটি যৌথদল সড়কের উপর অস্থায়ী তল্লাশী চৌকি স্থাপন করে। ওই চেকপোস্টে তল্লাশীর এক পর্যায়ে মহেশখালী দিক থেকে আসা সন্দেহজনক একটি অটোরিকশা থামানো হয়।
“ পরে গাড়ীতে থাকা দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশী চালানো হয়। এসময় অটোরিকশার পিছনে রাখা পান ভর্তি একটি বস্তা খুলে পাওয়া যায় দেশিয় তৈরী ৭ টি বন্দুক। এতে গাড়ীতে যাত্রী বেশে থাকা দুইজনকে সন্দেহজনক আটক করা হয়“ – বলেন র্যাবের এই কর্মকর্তা।