এমরান হোসাইন
হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রামের বাকলিয়া থানা শাখার উদ্যোগে ৫ই মে শাপলা চত্ত্বর ও বদরের যুদ্ধ বিপ্লব (জুলাই আগস্ট) সকল শহীদদের স্মরণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাকলিয়ার তুলাতুলি এলাকায় নেয়ামত নূর জামে মসজিদে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ এর সঞ্চালনায় মাওলানা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ইফতার পূর্ব প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব- মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রিয় নায়েবে আমীর মাওলানা আলী ওসমান, সেক্রেটারী মাওলানা ইকবাল খলী, মাওলানা মুবিনুল হক, মাওলানা সরওয়ার, জনাব জাহেদ, মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা শিবলী নোমানী, মুফতি ইমরান ইসলামাবাদী, মাওলানা নজরুল্লাহসহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে ৫ মে শাপলা চত্বর ও বদরের বিপ্লব জুলাই-আগস্ট সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।