ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের ‘খাদ্য বরাদ্দ’ কমাবে না বিশ্ব খাদ্য সংস্থা!- আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা আরসা প্রধান আতাউল্লাহ : আরাকানে উত্থান, রহস্যে ঘেরা যত কর্মকান্ড গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানালো বাংলাদেশ ইফতারের পূর্বমুহূর্তে দোয়া কবুল হয় সিগারেটে কর বাড়ছে না আগামী বাজেটে ইফতারে তরমুজের পুডিং তৈরির রেসিপি সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা পুলিশের কল্যাণে ৫ সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা ইস্যু ঘিরে তৎপর বড় মাঠের ‘খেলোয়াড়’ বাংলাদেশ জমি দখলে নিতেই ‘পাহাড়তলীর মুজিবকে’ হত্যা – মানববন্ধনে স্থানীয়রা টেকনাফ সীমান্তের ওপারে ফের বিস্ফোরণ: কেঁপে উঠল এপার নাটক সাজিয়ে টেকনাফে সাংবাদিকসহ ছয় জনের বিরুদ্ধে মামলার অভিযোগ কেনো উখিয়ায় বিএনপির পদ হারালেন দুই নেতা? ‘গ্র‍্যান্ড ইফতারে’ উপস্থিত থাকবেন প্যালেস্টাইনের নাগরিক, সংহতি জানাতে আসবেন বরেণ্য আলোকচিত্রী শহীদুল

৪৭, ৭১ ও ২৪ গৌরবোজ্জ্বল টাইমলাইন- কক্সবাজারে জাতীয় নাগরিক কমিটি’র বিজয় শোভাযাত্রা

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের উদ্যোগে এক বর্ণিল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এস এম সুজা উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত এ শোভাযাত্রা শহরের হলিডে মোড় থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শেষ হয়।

কেন্দ্রীয় সদস্য এস এম সুজা উদ্দিন এক সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, “১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ আমাদের জাতীয় জীবনের ৩টি ঐতিহাসিক মাইলফলক। ১৯৪৭ এ আমরা ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করি। প্রায় ২০০ বছরের গোলামীর জিঞ্জির থেকে আমরা যে অভিপ্রায়ে পাকিস্তান রাষ্ট্রের অংশ হয়েছিলাম তা আসলে কাঙ্ক্ষিত মুক্তি ছিলো না। এ কারণে সংগ্রামের পথ পরিক্রমায় হাজির হয় ১৯৭১। ”

তিনি বলেন, ” ১৯৭১ এ বাঙ্গালি জাতি পাঞ্জাবি শাসকগোষ্ঠীর নব্য ঔপনিবেশিক শোষণের কবল থেকে মুক্ত হয় ৭১ এর দীর্ঘ নয় মাসের প্রলয়ংকারী জনযুদ্ধের মধ্য দিয়ে। ৭১ এর এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করি এবং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করি। কিন্তু এ রাষ্ট্রের উষালগ্নে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের যে বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার করা হয়েছিলো, তা থেকে আমরা বিচ্যুত হই।”

২০২৪ এ ছাত্র-নাগরিকের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট অভ্যুত্থান ঘটে এবং জাতি আজ নতুন রাজনৈতিক দিশার সন্ধানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ তুলছে উল্লেখ করে সুজা বলেন, স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ আজ নতুনভাবে জাগ্রত হচ্ছে।

৪৭, ৭১ ও ২৪ কে ঐতিহাসিক আত্মপরিচয়ের গৌরবোজ্জ্বল টাইমলাইন জানিয়ে সুজা জানান, ” জাতীয় নাগরিক কমিটি এ টাইমলাইন সমুন্নত রেখে সংহতি, প্রতিরোধ ও পুণর্গঠনের মধ্য দিয়ে এক আত্মপ্রত্যয়ী স্বনির্ভর বাংলাদেশ গঠনের সংকল্প করছে।”

শোভাযাত্রায় জাতীয় নাগরিক কমিটির জেলা ও উপজেলা ইউনিটসমূহের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

৪৭, ৭১ ও ২৪ গৌরবোজ্জ্বল টাইমলাইন- কক্সবাজারে জাতীয় নাগরিক কমিটি’র বিজয় শোভাযাত্রা

আপডেট সময় : ০৯:১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের উদ্যোগে এক বর্ণিল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এস এম সুজা উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত এ শোভাযাত্রা শহরের হলিডে মোড় থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শেষ হয়।

কেন্দ্রীয় সদস্য এস এম সুজা উদ্দিন এক সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, “১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ আমাদের জাতীয় জীবনের ৩টি ঐতিহাসিক মাইলফলক। ১৯৪৭ এ আমরা ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করি। প্রায় ২০০ বছরের গোলামীর জিঞ্জির থেকে আমরা যে অভিপ্রায়ে পাকিস্তান রাষ্ট্রের অংশ হয়েছিলাম তা আসলে কাঙ্ক্ষিত মুক্তি ছিলো না। এ কারণে সংগ্রামের পথ পরিক্রমায় হাজির হয় ১৯৭১। ”

তিনি বলেন, ” ১৯৭১ এ বাঙ্গালি জাতি পাঞ্জাবি শাসকগোষ্ঠীর নব্য ঔপনিবেশিক শোষণের কবল থেকে মুক্ত হয় ৭১ এর দীর্ঘ নয় মাসের প্রলয়ংকারী জনযুদ্ধের মধ্য দিয়ে। ৭১ এর এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করি এবং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করি। কিন্তু এ রাষ্ট্রের উষালগ্নে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের যে বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার করা হয়েছিলো, তা থেকে আমরা বিচ্যুত হই।”

২০২৪ এ ছাত্র-নাগরিকের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট অভ্যুত্থান ঘটে এবং জাতি আজ নতুন রাজনৈতিক দিশার সন্ধানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ তুলছে উল্লেখ করে সুজা বলেন, স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ আজ নতুনভাবে জাগ্রত হচ্ছে।

৪৭, ৭১ ও ২৪ কে ঐতিহাসিক আত্মপরিচয়ের গৌরবোজ্জ্বল টাইমলাইন জানিয়ে সুজা জানান, ” জাতীয় নাগরিক কমিটি এ টাইমলাইন সমুন্নত রেখে সংহতি, প্রতিরোধ ও পুণর্গঠনের মধ্য দিয়ে এক আত্মপ্রত্যয়ী স্বনির্ভর বাংলাদেশ গঠনের সংকল্প করছে।”

শোভাযাত্রায় জাতীয় নাগরিক কমিটির জেলা ও উপজেলা ইউনিটসমূহের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।