কক্সবাজারের এনসিপির কর্মসূচিতে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী’র বক্তব্যকে মারাত্মক কটুক্তি আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ” শুদ্ধ শিষ্টাচারে রাজনীতি না করলে এনসিপিকে প্রতিঘাত করা হবে।’
তিনি উল্লেখ করেন, বিএনপির জাতীয় কমিটির স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ উঁচু মাপের নেতা এবং তিনি বহুগুণের অধিকারী।
তাঁর বিরুদ্ধে এমন মন্তব্য করার সাহস কে দিয়েছে? প্রশ্ন তোলে উখিয়া টেকনাফের সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘ যারা সাহস দিয়েছে তাদের মূল উৎপাটন করা হবে।’
শনিবার (১৯ জুলাই) শহরের শহীদ দৌলত ময়দানের সভায় নাসীরুদ্দিনের সেই আলোচিত মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয়, জেলা জুড়ে তাৎক্ষণিক প্রতিবাদে নামে বিএনপি।
শাহজাহান চৌধুরীর প্রেস সচিব সাংবাদিক মোহাম্মদ ইমরান জানিয়েছেন, ‘ বর্তমানে ওমরাহ হজ্ব পালনে সৌদিআরবে অবস্থান করছেন শাহজাহান চৌধুরী।’
সেখান থেকে ভিডিও বিবৃতি দেওয়ার পাশাপাশি জেলার নেতাকর্মীদের শান্তিপূর্ণ প্রতিবাদ করার আহবান জানিয়েছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ- বলে জানান ইমরান।