বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে কক্সবাজার জেলা জামায়াতের কর্মী সম্মেলন শনিবার (০৪ ফেব্রুয়ারী) । এ উপলক্ষে কক্সবাজারে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। শুক্রবার জুমার পরে বিশাল স্বাগত মিছিল বের করে শহর জামায়াত। পরে বিকালে সম্মেলনস্থল কক্সবাজার সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও মুহাম্মদ শাহজাহানসহ নেতৃবৃন্দ। জেলা শহরের গুরুত্বপূর্ণ জায়গায় শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন তোরণ, ব্যানার, ফেস্টুন।
কর্মী সম্মেলনের মাঠ পরিদর্শন করে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, কক্সবাজার কর্মী সম্মেলনকে কেন্দ্র করে সৈকত নগরী উৎসবের নগরীতে পরিনত হয়েছে।
সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, কর্মী সম্মেলন হলেও মানুষের মাঝে যে উৎসাহ দেখছি -এট জনসভায় রূপান্তরিত হবে। দীর্ঘ ১৬ বছর পর শনিবার (৮ ফেব্রুয়ারী) কক্সবাজার সরকারী কলেজ মাঠে সকাল ৯ টায় শুরু হবে এই কর্মী সম্মেলন।
এদিকে আজ জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিকাল ৪ টায় কক্সবাজার জেলা জামায়াতের উদ্যোগে স্বেচ্ছাসেবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সবকিছু ঠিকঠাক থাকলে লক্ষাধিক মানুষের এক জনসমুদ্র পরিণত হবে আমিরের সভাস্থল এমনটি প্রত্যাশা আয়োজকদের।