সারাদেশের ন্যায় কক্সবাজারে ১০ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনেই অনুপস্থিত ছিলো ৩৫৮ জন। এরমধ্যে এসএসসিতে ১৯০ জন,দাখিল পরীক্ষার্থী ১৪৮ জন এবং ভোকেশনাল পরীক্ষার্থী ২০ জন।
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
সময়সূচি অনুযায়ী ১০ এপ্রিল বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয়ে পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।
এদিকে সকাল সাড়ে ৮ টা থেকে কক্সবাজার শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী এবং অভিভাবকদের ভীড় লক্ষ্য করা গেছে। পরীক্ষার প্রথম দিনে আসন নির্ধারণ করতেই মূলত সবার আগেভাবে আসা হয়।