টেকনাফের হোয়াইক্যংয়ের গহীন পাহাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে হোয়াইক্যং এর কম্বনিয়া পাহাড় থেকে জাহেদ হোসাইন নামের এই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনেরা জানিয়েছে মঙ্গলবার একই এলাকায় আলম, গুরামিয়া,হোসেনসহ কয়েকজন জাহেদকে তুলে নিয়ে যায় পাহাড়ের দিকে। খোজাঁখুজির করার পরও সন্ধান মেলেনি। পরদিন বুধবার সকালে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ।
জাহেদ হোসাইনের সাথে দীর্ঘদিন ধরে আলম,গুরামিয়াদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো বলে তার স্বজনেরা জানায়।
নিহ’ত জাহেদ হোসাইন হোয়াইক্যংয়ের রমজান আলির ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম টিটিএনকে জানান,জমি সংক্রান্ত বিরোধে জাহেদকে হত্যা করা হয়েছে এবং এই ঘটনায় তিন জন আটক রয়েছে।
তবে আটক ৩ জন কারা এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এদিকে নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে।
তানভীর শিপু। 






















