কক্সবাজার শহরের জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন এলাকা থেকে একটি প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ৯২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এসময় একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হয় গাড়িটি।
২৯ ডিসেম্বর সকাল পৌনে ১১টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চেকপোষ্ট বসিয়ে অভিযানটি পরিচালনা করে।
জেলা পুলিশের মূখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান-টেকনাফ থেকে একটি মাদকদের চালান নিয়ে কক্সবাজার শহরের দিকে আসা সাদা রংয়ের প্রভোক্স প্রাইভেটকার গাড়িটি (চট্টমেট্রো- খ-১১-১২৫৭) বিভিন্ন স্থানের চেকপোষ্টে ধাওয়া খেয়ে ঘটনাস্থলে আসলে রেজাউল করিম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ৯২ হাজার ৬০০পিস ইয়াবা ট্যাবলেট ও গাড়ি সহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আসামী দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সে টেকনাফ সদর ইউনিয়নের ডেইল পাড়ার আব্দুর রহিমের ছেলে।
নিজস্ব প্রতিবেদক 




















