বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ) এর চট্টগ্রাম অঞ্চলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে সমুদ্র নগরী কক্সবাজারে। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় শহরের হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল লিমিটেডের কনফারেন্স হলে উৎসবমুখর পরিবেশে এই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএফএ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. সরওয়ার জাহান।
প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মাজহারুল ইসলাম এবং প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক আমিরুল হাছান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য সচিব খাঁন জুলফিকার আলী, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান এবং ঢাকা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম। এ ছাড়া রাঙামাটি আঞ্চলিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতা নূরে আলম হাফিজসহ বিভিন্ন আঞ্চলিক নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সভায় বক্তারা ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে মাঠপর্যায়ে আরও শক্তিশালী ও সদস্যবান্ধব করতে ঐক্য, শৃঙ্খলা ও আন্তঃযোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেন। সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডেপুটি রেঞ্জারদের ফুল দিয়ে বরণ ও অভিনন্দন জানানো হয়। আলোচনায় পদোন্নতি ও বেতন-গ্রেড উন্নয়ন, মাঠ পর্যায়ের কার্যক্রমের গতি বৃদ্ধি, বনদস্যুদের হামলায় আহত বা নিহত ফরেস্টারুডেপুটি রেঞ্জারদের কল্যাণ, এবং সংগঠনের শূন্য পদ পূরণের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়- সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও কর্মক্ষমতা বজায় রেখে বিএফএ-এর কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করা হবে। নেতারা স্পষ্ট করেন, ফরেস্টারদের ন্যায্য অধিকার আদায়ের প্রশ্নে যেকোনো বিভ্রান্তিমূলক প্রচারণা বা অপতৎপরতার বিরুদ্ধে সংগঠন কঠোর অবস্থান নেবে।
প্রধান আলোচক আমিরুল হাছান বলেন, “ফরেস্টার ও ডেপুটি রেঞ্জারদের স্বার্থে সবাইকে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের যেকোনো জায়গায়, যেকোনো পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোই সংগঠনের শক্তি।”
তিনি স্কেল মামলা, পদোন্নতি, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভার অগ্রগতি এবং পূর্ণমিলনী আয়োজন-সংক্রান্ত বেশ কিছু বিষয়ে আপডেট দেন।
সভায় উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম সোহেল, আব্দুল মান্নান, চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক শাহানশাহ নওশাদ, সমীর রঞ্জন সাহা, সাংগঠনিক সম্পাদক হাবিবুল হক, এমদাদুল হক, জুয়েল চৌধুরী, এমদাদুল হাসান টগর, রোকনুজ্জামানসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।
তাঁরা বলেন, “ফরেস্টার ও ডেপুটি রেঞ্জাররা দেশের বনসম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের ন্যায্য দাবি আদায় ও মর্যাদা প্রতিষ্ঠায় বিএফএকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সভাটি সঞ্চালনা করেন চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক নেতা জুয়েল চৌধুরী। শুক্রবার সন্ধ্যা ৬টায় শুরু হয়ে প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় ও পরিকল্পনা পর্ব শেষে রাত ১১টায় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
নিজস্ব প্রতিবেদক : 



















