নিখোঁজের ২৫ ঘণ্টা পর বাঁকখালি নদী থেকে ইব্রাহিম (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালি নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, সোমবার রাতে কয়েকজন যুবকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছিলেন ইব্রাহিম। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে মঙ্গলবার রাতে নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ইব্রাহিমের পরিবার অভিযোগ করেছে, তাকে পরিকল্পিতভাবে ধাওয়া দিয়ে নদীতে ঝাঁপ দিতে বাধ্য করা হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি করেছেন।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, ইব্রাহিম একজন পরিশ্রমী যুবক ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিজস্ব প্রতিবেদক: 




















