কক্সবাজার সরকারি কলেজে পরিবেশ রক্ষার সচেতনতামূলক উদ্যোগ হিসেবে আয়োজন করা হয়েছে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি।
বুধবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাং আমিরুল আনোয়ার চৌধুরী।
তিনি নিজ হাতে একটি চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন কলেজের রোভার স্কাউট ইউনিটের ৫৫ জন সদস্য এবং বিএনসিসি’র ১৫ জন ক্যাডেট। তারা প্রায় ১৬০টি বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোহাং আমিরুল আনোয়ার চৌধুরী বলেন,”জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মুক্তি পেতে হলে আমাদের সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। পরিবেশ বিপর্যয় রোধেও বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। তাই প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানাই।
” ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন কমিটির আহ্বায়ক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রেজাউল করিম মো. তারেকের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ উল্লাহ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোমিনুল আহসান, রোভার স্কাউট সম্পাদক মধুছন্দা দেওয়ানজি, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক রুমা রাণী শীল, গ্রন্থাগারিক নার্গিস ফাতেমা, শরীরচর্চা শিক্ষক ও রোভার স্কাউট ইউনিট লিডার আব্বাছ উদ্দিন সহ অনেকে।
উক্ত কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।