চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এলাকায় দুই যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবক নিহত ও অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মনসা–বাদামতল এলাকার নয়াহাট গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষের পর দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। এ সময় সড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে।
দুর্ঘটনায় এখন পর্যন্ত মোহাম্মদ আরাফাত (২৫) নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আরফাত কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। তার বাবার নাম নুরুল হোসেন। আরফাত দুর্ঘটনার কবলে পড়া ঈগল পরিবহনের বাসের চালক ছিলেন।
সংঘর্ষের পর দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। এ সময় সড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে।
ভুক্তভোগী আরফাতের ভাই রিফাতুল ইসলাম বলেন, আমার ভাই ঈগল বাসের চালক। আমি ওই বাসের হেলপার। আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী সড়কে ছিলাম। উল্টো পাশ থেকে সৌদিয়া বাস আমাদের ধাক্কা দেয়। আমি নিজেও আহত হয়েছি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, দুই বাসের সংঘর্ষে আহত একজনকে হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।