দেশের সার্বিক পরিস্থিতির কারণে এবং সব ধরণের অরাজকতা ঠেকাতে পর্যটন রাজধানী কক্সবাজারে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে জেলা পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) অলক বিশ্বাস শুক্রবার দুপুরে টিটিএনকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন- গেলো ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে জেলার ২৮টি স্থানে তল্লাশি চৌকিতে পুলিশের নজরদারি ছিল। ‘পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার শহরসহ জেলার সব উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট, টহল ও গোয়েন্দা তৎপরতা এখনো রয়েছে। তা প্রয়োজন অনুযায়ী সরিয়ে নেওয়া হবে। তবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত বাড়তি নিরাপত্তা জোরদার করেছে পুলিশের প্রতিটি ইউনিট।
জেলা ও উপজেলা পর্যায়ে চলাচল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক প্রচারও নজরদারিতে রাখা হয়েছে যোগ করেন জেলা পুলিশের এই মুখপাত্র।
বিশেষ প্রতিবেদক: 
























