কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, জেলায় ২৩ প্রার্থীর মধ্যে মামলা সংখ্যায় তিনি সবচেয়ে এগিয়ে। হলফনামা তিনি ৭০ টি মামলার তথ্য দিয়েছেন, তবে অধিকাংশই প্রত্যাহারকৃত ও খালাসপ্রাপ্ত এবং মাত্র ১টি মামলা আপিল বিভাগে বিচারাধীন।
হলফনামায় তিনি নিজের স্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য দেখিয়েছেন ৬০ লাখ ৯০ হাজার ১ শত ৬৫ টাকা তবে তার স্ত্রীর স্থাবর সম্পদ মূল্য ১ কোটি ১৬ লাখ ৬ হাজার ২ শত ৬৪ টাকা। নগদ ৪৭ লাখ ৫৬ হাজার ১ শত ৮৭ টাকা অর্থ সহ তিনি আনুমানিক ৮১ লাখ ৭৬ হাজার ২ শত ৭১ মূল্যের অস্থাবর সম্পদের মালিক।
বছরে বাড়ি ভাড়া বাবদ হামিদুর আয় করেন ৪ লাখ ৭৩ হাজার ৪ শত ৩৫ টাকা ও সঞ্চয় বাবদ আয় রয়েছে ১২ হাজার ২ শত ৬৭ টাকা। এছাড়াও ২৫-২৬ অর্থবর্ষে তিনি জমি বিক্রি থেকে লাভ বাবদ ১৪ লাখ ৪১ হাজার ৭ শত ৭৭ টাকা আয় করেছেন।
হামিদুর রহমান আযাদ ২০০৮ সালে কক্সবাজার-২ এর সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
জ্যেষ্ঠ প্রতিবেদক 




















