আসন্ন নির্বাচন, পবিত্র রমজান ও গ্রীষ্ম মৌসুমে সুষ্ঠু, নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কক্সবাজারে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার মেরামত ও সংরক্ষণ কাজ হাতে নিয়েছে বিদ্যুৎ বিতরণ বিভাগ–কক্সবাজার (বাবিউবো)।
এরই অংশ হিসেবে শনিবার (০৩ জানুয়ারি) সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় প্রায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, ৩৩/১১ কেভি মোটেল রোড উপকেন্দ্রের আওতাধীন লাইনে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।
এ সময় বদরমোকাম রোড, পেশকারপাড়া, বড়বাজার, এন্ডারসন রোড, নুরপাড়া, বাহারছড়া, নিরিবিলি, পুলিশ সুপারের কার্যালয় এলাকা, দিল মহল রোড, গুনগাছতলা, হলিডে মোড়, সায়মন রোড, সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া, লাবনী, ইসমাইলিয়া পাড়া, বাহারছড়া গোল চত্বর, কবরস্থানপাড়া, জাম্বুর মোড়, স্বর্ণ সৈকত আবাসিক এলাকা, লাইট হাউজ (ব্লক–এ), সৈকত পাড়া (ব্লক–এ), লাইট হাউজ পাড়া, ফাতের ঘোনা, সদর হাসপাতাল এলাকা, কোটবিল্ডিং, শহীদ সরণী, ম্যাজিস্ট্রেট কলোনি, ঝাউতলা, গাড়ির মাঠ, সৈকত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মোড়, বিমানবন্দর ও বিমানবন্দর সড়কের পার্শ্ববর্তী এলাকা, কানাই বাজার, নতুন বাহারছড়া (পূর্ব ও পশ্চিম), ০৬ নম্বর ঘাট, মধ্যম ও উত্তর নুনিয়ারছড়া, টুট্টাপাড়া ও আশপাশের এলাকাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।
বিদ্যুৎ বিতরণ বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মো. আব্দুল কাদের গণি সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়া বা যেকোনো জরুরি কারণে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করা সম্ভব না হলে পরবর্তীতে সুবিধাজনক সময়ে কাজটি সম্পন্ন করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
টিটিএন ডেস্ক 





















